ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৮:১৯, ১২ মার্চ ২০১৭

সাভারে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ মার্চ ॥ ঝুট ব্যবসাকে কেন্দ্র সাভারে যুবলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সাভার সদর ইউনিয়নের মধ্য কলমা এলাকায় ‘মানারত নীট ওয়ার গার্মেন্টস’ এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, ওই পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছিল সদর ইউনিয়ন যুবলীগের সদস্য মোহন মিয়া। এদিন ওই পোশাক কারখানায় ঝুট নিতে যায় সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। খবর পেয়ে মোহনের লোকজন বাধা দিলে এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×