ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭৩ মাদক বিক্রেতা আটক

তিন কোটি টাকার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৮:১০, ১২ মার্চ ২০১৭

তিন কোটি টাকার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুরনো ঢাকার গে-ারিয়ায় তিন কোটি টাকার ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দুই মাদক সম্রাজ্ঞীসহ ৭৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কদমতলীতে ছয় ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরনো ঢাকার গে-ারিয়ার স্বামীবাগ এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ যুবদল নেতাকে নেজামউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় শীপক মল্লিক ওরফে বুরং নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। শুক্রবার রাতে কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) স্পেশাল এ্যাকশন গ্রুপ তাদের গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবার অনুমানিক মূল্য তিন কোটি টাকা। নেজাম উদ্দিন কক্সবাজার জেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। শুক্রবার গভীররাতে রাজধানীর ক্যান্টনমেন্ট ও শাহজাহানপুর থেকে এক কেজি হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হচ্ছে আক্তারুজ্জামান ওরফে বকুল, জহুরুল ইসলাম, রিতা বেগম ও জাহানারা। এছাড়া রাজধানীতে ৬৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয। ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ॥ রাজধানীর কদমতলী এলাকার আলম মার্কেটের সামনে থেকে ছয় ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো-জাহাঙ্গীর আলম ওরফে শাকিল, মামুন হোসেন, আমিন গাজী, রনি ওরফে মাহাবুব, ইব্রাহীম ও শাখাওয়াত হোসেন সজিব। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও হাতকড়া উদ্ধার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্নস্থানে ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করে। পরে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা ভিকটিমকে গাড়িতে জোরপূর্বক উঠিয়ে মূল্যবান দ্রব্যাদি কেড়ে নেয়। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে।
×