ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকাএভের নতুন নির্বাচন কমিশন গঠন

প্রকাশিত: ০৫:৫৭, ১২ মার্চ ২০১৭

ঢাকাএভের নতুন নির্বাচন কমিশন গঠন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-রাজশাহী-রংপুর কাস্টমস এক্সাইজ এ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এ্যাসোসিয়েশন (ঢাকাএভ) নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে মেয়াদোত্তীর্ণ ঢাকাএভ ও এর আঞ্চলিক সংগঠনসমূহের নির্বাচনের জন্য গঠনতন্ত্র অনুযায়ী ২০১৪ সালের ১৬ মে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন ইসি গঠন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন, আহ্বায়ক কাজী তাজউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক- মুহাম্মদ রবিউল আলম, আবু বক্কর সরকার। সদস্যদের মধ্যে রয়েছেন, মোঃ মহিদুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম, মোঃ জহির উদ্দিন, মোঃ ইমাম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, শাহনাজ বেগম বিউটি। নির্বাচন কমিশনার হলেন, মোঃ হেলাল উদ্দিন, সদস্য সচিব- মোঃ সামসুদ্দিন, সদস্যদের মধ্যে রয়েছেন, আবদুল মোনায়েম খান, একেএম আঃ লতিফ ও মাহবুব রহমান। বাল্যবিবাহ নিরোধ আইনে রাষ্ট্রপতির সম্মতি সংসদ রিপোর্টার ॥ বিশেষ প্রেক্ষাপটে ১৮ বছরের কম পুরুষ ও নারীর বিবাহ সম্পন্ন করার বিধান রেখে জাতীয় সংসদে পাস হওয়া আলোচিত বাল্যবিবাহ নিরোধ আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। শনিবার এই বিলটি ছাড়াও সংসদে পাস হওয়া ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল-২০১৭ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল-২০১৭ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। শনির চাঁদ শনিরও চাঁদ আছে। নাম তার প্যান। সম্প্রতি নাসার মহাকাশযান ক্যাসিনি শনির ছোট্ট চাঁদের এই ছবিটি তোলে। ১৫ হাজার ২৬৮ মাইল দূর থেকে তোলা এই ছবিটি। প্যানের যত ছবি তোলা হয়েছে এটি তার মধ্যে সবচেয়ে কাছ থেকে তোলা। ছবিটি শনির চাঁদের আকৃতি ও ভূতত্ত্ব বুঝতে সহায়ক হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা- এএফপি ফুল যখন ভালবাসার চিহ্ন প্রিয়জনকে ফুল দিয়ে ভালবাসার কথা জানান দেয়া হয়। আর সেই ফুলই যখন ভালবাসার প্রতীক সেজে বসে তখন? নিশ্চয়ই অন্যরকম অনুভূতি তৈরি হবে মনের মাঝে। আর সেই অনুভূতিই জাগিয়ে তুলতেই চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশের শিংগিতে ফ্লোয়ার পার্কে ফুলগাছের বিশাল বাগানে ফুটে উঠেছে লাভ চিহ্ন। পর্যটকরাও ছুটে যাচ্ছেন পার্কটিতে –এএফপি
×