ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভেঙ্গে ফেলা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র পুনর্নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৫:৫৭, ১২ মার্চ ২০১৭

ভেঙ্গে ফেলা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র পুনর্নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ভেঙ্গে ফেলা সংবাদপত্র বিক্রয় কেন্দ্রসমূহ কাছাকাছি স্থানে পুনর্নির্মাণে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি। ঢাকা সিটি কর্পোরেশন মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে প্রায় শতাধিক সংবাদপত্র বিক্রয় কেন্দ্র নির্মাণ করে এবং সমিতি সিটি কর্পোরেশনে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করে আসছে। এরই মধ্যে কিছু সংখ্যক সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মহানগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ও রাস্তা সম্প্রসারণের কারণে ভেঙ্গে ফেলে। এতে সমিতির বিপুল পরিমাণ সদস্য বেকার হয় এবং পরিবার পরিজন নিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও সংবাদপত্র বিক্রয় কেন্দ্রগুলো ভেঙ্গে ফেলা হয়। ফলে সংবাদপত্র বিক্রয় ও বিতরণ কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।-বিজ্ঞপ্তি দোলযাত্রা আজ স্টাফ রিপোর্টার ॥ দোলযাত্রা আজ রবিবার। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত। দোল পূর্ণিমা তথা গৌর পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের এ দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। পুষ্পরেণুর মাধ্যমে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণু ‘আবির’ নামের লাল রঙের এক ধরনের পাউডারে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের সব মত ও পথের হিন্দুরাও দোল উৎসব পালন করে। উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ‘হোলি’ নামে পরিচিত। এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায় আজ সারাদেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করবে। অনুষ্ঠানমালায় আছে, পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ প্রভৃতি। মহানগর সার্বজনীন পূজা কমিটি সকালে ঢাকেশ^রী জাতীয় মন্দির মেলাঙ্গনে দোল উৎসব, পূজা ও কীর্ত্তনের আয়োজন করবে।
×