ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সম্পদের অধিকার ও অর্থনৈতিক ফলাফল বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৫:৫৬, ১২ মার্চ ২০১৭

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সম্পদের অধিকার ও অর্থনৈতিক ফলাফল বিষয়ক সেমিনার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অর্থনীতি সমিতির যৌথ আয়োজনে ‘কন্ট্রাক্ট থিওরি, প্রোপার্টি রাইটস এ্যান্ড ইকোনমিক আউটকাম’ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ৮ মার্চ সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রেজওয়ান হক। যিনি কন্ট্রাক্ট থিওরি’র জন্য গত বছর অর্থনীতিতে নোবেল বিজয়ী অলিভার হার্ট এবং বেঙ্কট হোমস্ট্রমের সহযোগী হিসেবে কাজ করেছেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। আলোচক ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন এফসিএ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিচার্স ফেলো ড. নাজনীন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্বনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। -বিজ্ঞপ্তি বিএসএমএমইউতে ইউরোলিথাইসিস বিষয়ক কোর্স ও ওয়ার্কশপ উদ্বোধন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে শনিবার সকাল সাড়ে ৮টায় ২ দিনব্যাপী মহেশ দেশাই ইউরোলিথাইসিস কোর্স এবং লাইফ অপারেটিভ ওয়ার্কশপ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের যৌথ উদ্যোগে এবং বৈজ্ঞানিক সহযোগী ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত গুরুত্বপূর্ণ এ কোর্স ও লাইভ ওয়ার্কশপে জড়িত রয়েছেন বিশ্বখ্যাত ইউরোলজিস্ট এম আর দেশাই, টি মনোহর প্রমুখ। -বিজ্ঞপ্তি
×