ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডুনেডিনে শেষ দিনে ফয়সালা

প্রকাশিত: ০৫:৫৩, ১২ মার্চ ২০১৭

ডুনেডিনে শেষ দিনে ফয়সালা

স্পোর্টস রিপোর্টার ॥ ডিন এলগার ও ফ্যাফ ডুপ্লেসিসের ব্যাটিং দৃঢ়তায় ডুনেডিন টেস্টের দৌড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থদিন শেষে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ২২৪ রান। সবমিলিয়ে সফরকারীদের লিড ১৯১ রানের। মাত্র ১১ রানের জন্য উভয় ইনিংসে সেঞ্চুরি অর্জনের গৌরব হাতছাড়া করেছেন এলগার (৮৯)। প্রথম ইনিংসে ১৪০ রান করেন ক্ল্যাসিক্যাল এই ওপেনার। তবে দারুণ ধৈর্যের সঙ্গে ৫৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক ডুপ্লেসিস। ব্যক্তিগত ১ রানে শেষ দিনে আজ তার সঙ্গী হবেন পেস বোলিং-অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে প্রোটিয়ারা। এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে অতিথিরা এর আগে ওয়ানডেতে কিউইদের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে। সকালে দ্রুতই দক্ষিণ আফ্রিকার শেষ চার উইকেট তুলে নিয়ে রান তাড়ায় নামতে চাইবে কিউইরা। তবে সেটি কতটা সহজ হবে, তা দেখার বিষয়। কারণ দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন ডুপ্লেসিস। ১৫৫ বল খেলে সফরকারী অধিনায়ক অপরাজিত ৫৬ রানে। চারদিন শেষে ম্যাচের যা চিত্র তাতে ডুনেডিনে জিততে পারে যে কোন দলই। হতে পারে ড্র। আবার রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে বৃষ্টি, স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে এমন ইঙ্গিতও রয়েছে। চতুর্থদিনে স্বাগতিকদের শুরুটা ছিল দারুণ। ২৪ রানে হাসিম আমলাকে ফিরিয়ে দেন নিল ওয়াগনার। এরপরই এলগার-ডুপ্লেসিসের প্রতিরোধ। দু’জনই অবশ্য একাধিবার জীবন পেয়েছেন। আর ৩৯ রান করা জেপি ডুমিনির বিপক্ষে দুটি রিভিউ নষ্ট করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসের মতোই জীবন পেয়ে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ওঠেন এলগার। প্রথম ইনিংসে সাত ঘণ্টা ক্রিজে থাকা ওপেনার এদিনও চারঘণ্টা কাটিয়ে দেন। মনে হচ্ছিল জোড়া সেঞ্চুরি পেয়ে যাবেন। কিন্তু ১১ রান দূরে থাকতে স্পিনার জিতেন প্যাটেলের বলে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। প্রথম ইনিংসে ২৯৯ বলে ১৪০ রানের পর এই ওপেনার এবার করেন ২৪৯ বলে ৮৯। খানিক পরই মিচেল স্যান্টনারের বলে টেম্বা বাভুমার (৬) ডিফেন্সে বল গড়িয়ে ফেলে দেয় বেলস। বিপজ্জনক কুইন্টন ডি কককে (৪) টানা চতুর্থ ইনিংসে ফিরিয়ে দেন প্যাটেল। হঠাৎই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। উজ্জীবিত নিউজিল্যান্ড। তবে চোটের জন্য পেসার ট্রেন্ট বোল্টের আজ বল করা নিয়ে সংশয় রয়েছে। একই কারণে রস টেইলর ব্যাটিংয়ে নামবেন কেবল জরুরী পরিস্থিতিতে। এসবের চেয়েও কিউইদের বড় দুর্ভাবনা বৃষ্টি ও অপরাজিত প্রতিপক্ষ অধিনায়ক ডুপ্লেসিস।
×