ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরেকটি এল ক্ল্যাসিকোর রোমাঞ্চ!

প্রকাশিত: ০৫:৫২, ১২ মার্চ ২০১৭

আরেকটি এল ক্ল্যাসিকোর রোমাঞ্চ!

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনা। তাদের লড়াই মানেই অন্যরকম রোমাঞ্চ। গত বছরের ডিসেম্বরে সর্বশেষ এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পেয়েছিল ফুটবল দুনিয়া। বার্সার মাঠে রোমাঞ্চকর সেই ম্যাচটি অবশ্য শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। এপ্রিলে ফিরতি লেগে বার্সিলোনাকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ। এই খবরটা হয়তো অনেক ফুটবলপ্রেমীদের অবশ্য জানা। তবে শুক্রবার নতুন তথ্য দিলেন ডলফিনস বিলিওনিয়ারের মালিক স্টিফেন রস। আগামী জুলাইয়ে আবারও এল ক্ল্যাসিকোর মহারণে নামছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব। এল ক্ল্যাসিকো মানেই সমর্থকদের মধ্যে দোলা দেয় অন্যরকম এক উত্তেজনা। যে কারণেই দুই দলের এমন স্নায়ু যুদ্ধ দেখার অপেক্ষায় থাকে পুরো ফুটবল দুনিয়া। আগামী ২৯ জুলাই অবশ্য এই রোমাঞ্চকর লড়াই দেখার সুযোগ পাবে ফুটবলপ্রেমীরা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। এই এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হবে স্পেনের বাইরে। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে স্পেনের এই দুই জায়ান্ট। প্রাক-মৌসুমের এই ম্যাচটির ব্যাপারে শুক্রবারই নিশ্চিত করেছে আয়োজক কমিটি। যেখানে ৬৫ হাজার ৩২৬ জন দর্শক একসঙ্গে বসে দুই দলের মহারণ দেখার সুযোগ পাবেন। লা লিগায় সবচেয়ে সফল দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। এবারও শিরোপার লড়াই করছে এই দুই দল। শুরুতে রিয়াল এগিয়ে থাকলেও শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সিলোনা। তবে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে আমেরিকার মাটিতে আরও দুটি ম্যাচ খেলবে মেসি-নেইমার-সুয়ারেজরা। ২২ জুলাই কাতালান ক্লাবটির প্রতিপক্ষ ইতালিয়ান সিরি এ লীগের জায়ান্ট ক্লাব জুভেন্টাস। আর ২৫ জুলাই ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি। সেই ম্যাচে মেসি-ইনিয়েস্তারা অবশ্য সাবেক কোচ পেপ গার্ডিওলাকে পাবেন প্রতিপক্ষ হিসেবে। রিয়াল-বার্সার রোমাঞ্চকর লড়াই প্রতিবছরই ফিরে আসে। যে দুই দল মুখোমুখি হলে উঠে আসে ১০০ বছরের ইতিহাস, পরতে পরতে ছড়ানো রোমাঞ্চ। তবে মিয়ামির ম্যাচের আগে গত ৩০ বছরে এই দুই দল কখনই স্পেনের বাইরে মুখোমুখি হয়নি। বার্সা ও রিয়াল স্পেনের বাইরে আর একবারই মুখোমুখি হয়েছিল। তাও আবার ১৯৮২ সালে। ভেনেজুয়েলায় মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে ভিসেন্তে দেল বস্কের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার কারা জিতবে? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×