ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুম্বলের স্থলে ভারতের কোচ রাহুল!

প্রকাশিত: ০৫:৫১, ১২ মার্চ ২০১৭

কুম্বলের স্থলে ভারতের কোচ রাহুল!

স্পোর্টস রিপোর্টার ॥ খবরটা বিস্মকরই। গত বছর জুনে ভারতের প্রধান কোচের দায়িত্ব পান অনিল কুম্বলে। তার অধীনে ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ জেতা বিরাট কোহলিরা এখন টেস্টের এক নম্বর দল। স্বভাবতই প্রশ্ন, কুম্বলের স্থলে রাহুল দ্রাবিড় কেন কোচ হতে যাবেন? কারণটা ভিন্ন। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন কমিটি প্রশাসনিক অবকাঠামো ঢেলে সাজাতে চাইছে। সেখানে ডিরেক্টর হিসেবে কুম্বলেকে দেখা যেতে পারে, গত মৌসুমেই যেমনটা ছিলেন রবি শাস্ত্রী। আর কোচ হিসেবে তার স্থলাভিষিক্ত হতে পারেন আরেক সাবেক গ্রেট রাহুল দ্রাবিড়। এক সময়ের দুর্দান্ত এই ব্যাটসম্যান বর্তমানে টিম-ইন্ডিয়ার জুনিয়র দলের সঙ্গে যুক্ত আছেন। কুম্বলে বা রাহুলের পক্ষ থেকে কিছু বলা না হলেও শনিবার বিসিসিআইর নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেন রবি শাস্ত্রী। তখন থেকেই এই পদ শূন্য অবস্থায় রয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, সব ঠিক থাকলে চলমান অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই ভারতীয় কোচ কুম্বলেকে দেখা যেতে পারে ডিরেক্টরের ভূমিকায়। ১৪ এপ্রিল থেকেই এই পদ প্রহণ করতে পারেন তিনি। ৮ মার্চ বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কুম্বলে বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির কর্তাদের সঙ্গে দেখা করেন। কুম্বলে এর আগে ভারতীয় ক্রিকেটের ‘এ’ দল, জুনিয়র ও মহিলা দলের ডিরেক্টরের পদ সামলে এসেছেন। বিনোদ রাই পরিচালিত বিসিসিআই’র নতুন প্রশাসনিক কমিটি কুম্বলের এই দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করে। তাই এবার তাকেই জাতীয় ক্রিকেট দলের ডিরেক্টর করতে চান তারা। বিসিসিআই এবার এ্যাডভাইসারি কমিটিকেও বিলুপ্ত করতে চায়। শচীন টেন্ডুলকর, ভিভিএস লক্ষণ ও সৌরভ গাঙ্গুলী এই কমিটির সদস্য। তারাই কোচ হিসেবে অনিল কুম্বলের নামের সুপারিশ করেছিলেন। বিসিসিআই সূত্র জানায়, ‘আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে হবে। তাই পরিকাঠামোগত বদলের এই উদ্যোগ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমরা চাই কোন এক যোগ্য ব্যক্তির হাতে এই দায়িত্ব অর্পিত হোক।’ কুম্বলে ডিরেক্টর হলে কি ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে? সোজাসুজি এই প্রশ্নের উত্তর না দিলেও ওই সূত্রের বক্তব্য, ‘কোচ ও ডিরেক্টরের পদ একসঙ্গে সামলানো খুব কঠিন। অনিল কুম্বলে ডিরেক্টরের পদ গ্রহণ করলে, দলের স্বার্থে আমাদের বিকল্প পরিকল্পনা করে রাখতেই হবে। রাহুলের যোগ্যতা নিয়েও প্রশ্ন নেই।’ কুম্বলে নিজেও নাকি কোচ হিসেবে রাহুলকেই চাইছেন। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আদলে নিজেদের পরিকাঠামো তৈরি করতে চায় বিসিসিআই।ৃ
×