ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলে ব্যর্থ সাকিব

প্রকাশিত: ০৫:৫০, ১২ মার্চ ২০১৭

গলে ব্যর্থ সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ গল টেস্টে ২৫৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। চতুর্থদিন শেষ বিকেলে ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে আশা দেখিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। সাকিব-আল হাসান বলেছিলেন, ফল না এলেও এখান থেকে ড্র করা সম্ভব, এ জন্য শেষদিনে সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। অথচ অন্যতম সিনিয়র ও বড় তারকা নিজেই পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় ইনিংস ১৯৭ রানে অলআউট বাংলাদেশ, তাতে সাকিবের অবদান ৮। প্রথম ইনিংসে ২৩। দুই ইনিংস মিলিয়ে উইকেট ৩টি। ভরাডুবির ম্যাচ শেষে হতেই সাকিবের জন্য সুখবর, ৮৮ লাখ টাকায় তাকে রেখে দিয়েছে সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ) তার পুরনো দল জ্যামাইকা তালাওয়াস। তবে নিলাম তালিকায় থাকলেও দল পাননি চার বাংলাদেশী তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। শুক্রবার নিলামের তৃতীয় ধাপে সাকিবের নাম ডাকা হয়। তবে তুখোড় টাইগার ক্রিকেটারকে ছাড়েনি জ্যামাইকা। তারা ১ লাখ ১০ হাজার ডলারে রেখে দিয়েছে তিন ফরমেটের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। বাংলাদেশ মুদ্রায় এবার সাকিব পাবেন ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। ২০১৩ ও ২০১৬ সালেও জ্যামাইকার হয়ে খেলেন তিনি। ২০১৩তে ৮ ম্যাচের ৬টিতে ব্যাট হাতে করেছিলেন ২২ রান। আর বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। সেরা সাফল্য ৬ রানে ৬ উইকেট। এরপর ২০১৬তে সবগুলো ম্যাচেই ছিলেন। ১৩ ম্যাচের ১০টিতে ব্যাট হাতে মাঠে নেমে ১৬০ রান করেন। সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান। ঘূর্ণিবলে নিয়েছিলেন ১২ উইকেট। সেরা ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট। গতবার অবশ্য দলের দ্বিতীয়বারের শিরোপা জয়ের পথে ব্যাটে-বলে ভালই অবদান রেখেছিলেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার। ২০১৭ সিপিএলের খেলোয়াড় ড্রাফটে নাম ছিল তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়ের। তবে কেউই দল পাননি। যদিও লিস্টে তামিম ইকবালকে সিপিএল ফ্র্যাঞ্জাইজি সেন্ট লুসিয়া জুকসের খেলোয়াড় হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম নেই। গত বছর অবশ্য সিপিএলে খেলেননি তামিম। ২০১৫ সালে সেন্ট লুসিয়ার প্রতিনিধিত্ব করেন বাঁহাতি ওপেনার। ক’দিন আগে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামের তালিকায় থাকলেও দল পাননি এই চার ক্রিকেটারসহ মেহেদী হাসান মিরাজ। সাকিব ও মুস্তাফিজুর রহমানকে রেখে দেয় তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি। তাসকিন-মাহমুদুল্লাহদের জায়গা না হলেও আইপিএলের মতো সিপিএলেও দল পেয়েছেন সহযোগী দেশ আফগানিস্তানের মোহাম্মদ নবী ও তরুণ রশীদ খান। ১ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে সিপিএলের চতুর্থ আসর।
×