ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুতা আদলের বাড়ি

প্রকাশিত: ০৫:৪৮, ১২ মার্চ ২০১৭

জুতা আদলের বাড়ি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে, যা দেখতে অবিকল জুতার মতো। বাড়িটির নাম ‘দ্য কাউবয় বুট হাউস’। দূর থেকে এটিকে বড় আকৃতির জুতা ভেবে অনেকেই বিস্মিত হন। তবে এটি আসলেই বাড়ি এবং এর মধ্যে রয়েছে থাকার উপযুক্ত পরিবেশ। বাড়িটির আয়তন ৭শ’ বর্গফুট। রয়েছে দুটি বেডরুম ও একটি পূর্ণাঙ্গ বাথরুম। নিচ থেকে একটি পেঁচালো সিঁড়ি গিয়ে ঠেকেছে ছাদে। এ বাড়িটি এখন ভাড়া নেয়া যাবে। মাসে গুনতে হবে এক হাজার ২শ’ ডলার। কাউবয় বুট হাউসের নক্সা করেছেন ড্যান ফিলিপস। তিনি ১৯৯৭ সাল থেকে তার নিজ শহরে পরিবেশবান্ধব বাড়ির নক্সা প্রণয়ন করছেন। ফিলিপস বলেন, তিনি ছোটবেলা থেকেই ব্যতিক্রমধর্মী কিছু করার স্বপ্ন দেখতেন। তার নির্মিত কাউবয় বুট হাউস ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অডিটিসেন্ট্রাল
×