ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনলাইনে সুতার ম্যাজিক

প্রকাশিত: ০৫:৪৭, ১২ মার্চ ২০১৭

অনলাইনে সুতার ম্যাজিক

চীনের উত্তরাঞ্চলের গ্রাম দংগাওঝুয়াং। গ্রামটির বাসিন্দার সংখ্যা হবে দুই হাজার। কয়েক বছর আগেও গ্রামটির অধিকাংশ বাসিন্দার নুন আনতে পান্তা ফুরাতো। তারা গম ও শস্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু আজ তাদের মধ্যে বেশ কয়েকজন ধনকুবের বনে গেছেন। তারা অনলাইনে সুতা বিক্রি করে লাখ লাখ টাকা রোজগার করছেন। দংগাওঝুয়াং গ্রামের সাফল্যের নেপথ্যে রয়েছে এক বাসিন্দার অভিনব চিন্তা। তিনি চীনের সর্ববৃহৎ অনলাইন বাণিজ্যের ওয়েবসাইট তাওবাওয়ে ই-শপ শুরু করেন। মাত্র তিন মাসে তিনি দুই হাজার ৯শ’ ডলার মুনাফা করেন। তার এ রমরমা ব্যবসার কথা গ্রামজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গ্রামবাসী তার কাছে অনলাইনে বাণিজ্য করার কৌশল আয়ত্ত করতে শুরু করেন। তারা উল কিনে তা সুতায় রূপান্তর করে তাওবাও অনলাইনে বিক্রি করতে থাকেন। আজ গ্রামটিতে ৪শ’ জনের বেশি অনলাইনে সুতা বিক্রি করেন। গ্রামটিতে সুতা বাণিজ্য এতটাই লাভজনক হয়ে উঠেছে যে, অনেক শিশু তাদের পরিবারের ব্যবসার কাজে সহায়তা করতে স্কুল ছেড়েছে। চীনের উত্থানে দংগাওঝুয়াং গ্রাম এলাকার সাফল্যের একমাত্র গল্প নয়, দুই বছর আগে সাংহাই প্রদেশের ছোট্ট গ্রাম নানলিউ চীনের স্টক ট্রেডিং ভিলেজের আখ্যা পায়। গ্রামটির অনেক কৃষক অনলাইনে শেয়ার ব্যবসা শুরু করেন। এ রকম আরেকটি গ্রাম হুয়াশি। এটি চীনের সবচেয়ে ধনী গ্রাম। গ্রামটির প্রত্যেক বাসিন্দা স্থানীয় পর্যায়ের লাভজনক শিল্পের শেয়ারহোল্ডার। প্রত্যেকের রয়েছে এক লাখ ডলারের বেশি বিনিয়োগ। অডিটিসেন্ট্রাল
×