ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাভাইয়ের পাঁচ সহযোগী ও জামায়াত-শিবিরের তিন কর্মীসহ গ্রেফতার ৭০

প্রকাশিত: ০৫:৪৬, ১২ মার্চ ২০১৭

বাংলাভাইয়ের পাঁচ সহযোগী ও জামায়াত-শিবিরের তিন কর্মীসহ গ্রেফতার ৭০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারা ও নগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্য ও জামায়াত-শিবিরের তিন নেতাসহ ৭০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বাগমারার বিভিন্ন এলাকা থেকে শনিবার ভোরে জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ভবানীগঞ্জ পৌরসভার মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের শুকুর আলীর ছেলে আবুল হোসেন (৫৫), ছমির উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (২৮), মৃত জাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) ও উদপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৪৮)। ওসি নাছিম আহম্মেদ জানান, ২০০৪ সালে জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের হাত ধরে জঙ্গী সংগঠনে যোগ দেয় তারা। এরপর বাগমারা এলাকায় সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা, গুম ও নির্যাতন চালাতে বাংলাভাইকে সহযোগিতা করে তারা। তাদের বিরুদ্ধে বাগমারা থানা ও রাজশাহীর আদালতে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা হয়েছিল। এদিকে রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে তিন জামায়াত-শিবিরকর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত জামায়াত-শিবিরকর্মীরা হলো মিজানুর রহমান (২৩), আব্দুল মালেক (৫০) ও মোহাম্মদ আলী (৪০)। নগরীর মতিহার, রাজপাড়া ও শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বিশেষ ওই অভিযানে বোয়ালিয়া মডেল থানা ২৫ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ১৭ জন, শাহমখদুম থানা সাতজন এবং নগর ডিবি তিনজনকে গ্রেফতার করে। নাটোরে দুই জেএমবি জঙ্গী আটক ॥ নিজস্ব সংবাদদাতা জানান, বড়াইগ্রাম থেকে সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে মেরিগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মেরিগাছা উত্তরপাড়া গ্রামের গেদু প্রমানিকের ছেলে সাহাবুদ্দিন মাস্টার এবং আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম। আমতলীতে পাঁচ জামায়াত নেতাকর্মী জেলহাজতে ॥ নিজস্ব সংবাদদাতা জানান, বরগুনার আমতলীতে নাশকতার অভিযোগে আটক পাঁচ জামায়াত নেতাকর্মীকে শনিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার বিকেলে আমতলী শহরের মাদানীনগর হাফেজিয়া ও কওমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা নুরুল আমিন তার কক্ষে ১০/১২ জন জামায়াতের নেতাকর্মী নিয়ে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় অভিযান চালিয়ে জামায়াতের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী একেএম ফখরুদ্দিন আল রাজি, অধ্যক্ষ নুরুল আমিন, ইসলামী ব্যাংককর্মী মোঃ আব্দুর রহমান, চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন গাজী ও পশ্চিম ছোনাউডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদকে আটক করে। ঠাকুরগাঁওয়ে আত্মঘাতী জেএমবি জঙ্গী আটক ॥ নিজস্ব সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে তালিকাভুক্ত আত্মঘাতী জেএমবি জঙ্গী হারুন অর রশিদ মামুনকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার ভোরে হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হারুন অর রশিদ মামুন মহেন্দ্রগাঁও আফজাল দীঘি গ্রামের নোমান আলীর ছেলে। হরিপুরে জঙ্গী সদস্যদের সক্রিয় করতে বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। নওগাঁয় জেএমবি জঙ্গী গ্রেফতার ॥ নওগাঁ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জেলার মান্দায় খাইরুল ইসলাম (২২) নামে জেএমবির জঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। খাইরুল ইসলাম উপজেলার উত্তর পারইল গ্রামের ইউসুফ আলীর ছেলে। শনিবার সকালে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ওসি আনিছুর রহমান জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাদিয়ানী মসজিদে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল খাইরুল ইসলাম। দীর্ঘ দিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
×