ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৪৬, ১২ মার্চ ২০১৭

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ মার্চ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চারদিনের সরকারী সফরে রবিবার নিজ জন্মভূমি জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন-ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় আসছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতি এ সফরকালে তিন উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন, ভবন-স্থাপনা উদ্বোধন, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, ইটনা উপজেলায় সরকারী আবদুল হামিদ কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করা এবং অষ্টগ্রাম উপজেলায় রজতজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি সুধী সমাবেশে যোগদান করবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত সফরসূচীতে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতির চারদিনের সফরসঙ্গী থাকবেন প্রায় ৩০ জন। রাষ্ট্রপতি তিন উপজেলায় সফরকালে রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। রবিবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর দেড়টা থেকে বিভিন্ন স্থাপনা উদ্বোধন, পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে ওইদিন রাষ্ট্রপতি মিঠামইনে নিজ বাসভবনে রাতযাপন করবেন। পরদিন সোমবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ইটনা উপজেলায় পৌঁছাবেন। সেখানে দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ, মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন, সরকারী আবদুল হামিদ কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে জেলা পরিষদের ডাকবাংলোয় রাতযাপন শেষে মঙ্গলবার দুপুর ১২টায় অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে হেলিকপ্টারে করে যাত্রা করবেন। অষ্টগ্রামে দুপুর ১২টা ৫০ থেকে রাত ৮টা পর্যন্ত রজতজয়ন্তী, সুধী সমাবেশে যোগদান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। শেষে জেলা পরিষদের ডাকবাংলোয় রাতযাপন শেষে বুধবার সকাল সাড়ে ১০টায় অষ্টগ্রাম উপজেলার সড়ক ও অন্যান্য উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। পরে এদিন বেলা ১১টা ৩০ মিনিটে অষ্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।
×