ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৩৭, ১২ মার্চ ২০১৭

বাংলাদেশ এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ॥ প্রধান বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১১ মার্চ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার পর সেটার বিচ্যুতি ঘটেছিল। কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার চলে আসার পর আমাদের বিচার বিভাগ, যেসব অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখেছিল তা আমরা বাতিল করে দিয়েছি। এখন বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আবির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে আয়োজিত ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারত থেকে আগত গুরুরাজ কিশোর গোস্বামী। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম, জেলা জজ কোর্টের পিপি আজাদুর রহমান ও এ্যাডভোকেট কিশোরী পদ দেব।
×