ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্ববর্তী খবর ৫-এর পৃষ্ঠায়

উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল বিজয় বিজেপির

প্রকাশিত: ০৫:৩৭, ১২ মার্চ ২০১৭

উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল বিজয় বিজেপির

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দুটিতে বিজেপি জয়ী হয়েছে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একটিতে। শনিবার ঘোষিত ফলে দেখা যায়, বিজেপি বিজয়ী হয়েছে উত্তর প্রদেশ ও উত্তরাখ-ে। আর কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায় পাঞ্জাবে। মণিপুর আর গোয়ায় বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কংগ্রেস। দেশটির সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির প্রার্থীদের বিরাট ব্যবধানে হারিয়ে নরেন্দ্র মোদির দল বিজেপি বিজয় নিশ্চিত করেছে। রাজ্যের ৪০৩ আসনের মধ্যে বিজেপি জয়ী হয় ৩২৫ আসনে। সমাজবাদী পার্টি ৫৪টিতে, বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) ১৮টিতে এবং অন্যরা ছয়টি আসনে জয়ী হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে রাহুল গান্ধীসহ নেতাকর্মীরা রাজ্যজুড়ে ব্যাপক প্রচার চালিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারেনি। বিজেপির মুখপাত্র জিভিএল নরসিমা রাও বলেছেন, ‘মোদির ভূমিকাই রাজ্যে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।’ ভোটে জয়ী হলেও কে মুখ্যমন্ত্রী হবেন তা ঠিক করেনি বিজেপি। অনেকে ধারণা করেছিল নোট বাতিল ইস্যুতে মোদির দল নির্বাচনে খারাপ ফল করতে পারে। শুধু উত্তর প্রদেশই নয়, পাশের উত্তরাখণ্ড রাজ্যেও বিরাট জয় পেয়েছে মোদির দল বিজেপি। রাজ্যের ৭০ আসনের মধ্যে ৫৭টিতে জয় পেয়েছে দলটির প্রার্থীরা। আর ১১টিতে জয় পায় কংগ্রেসের প্রার্থীরা। অন্যরা পায় দুটি আসন। এদিকে কংগ্রেসকেও শূন্য হাতে ফিরতে হচ্ছে না। পাঞ্জাবে দলটির প্রার্থীরা ক্ষমতাসীন আকালি-বিজেপি জোটের প্রার্থীদের হারিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। পাঞ্জাবে তারা ৭৭টি আসন পেয়েছে। আর আম আদমি পার্টি পেয়েছে ২০টি এবং আকালি দল পায় ১৮টি আসন। গোয়া ও মণিপুরে কংগ্রেস বেশি আসন পেলেও তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গোয়ায় কংগ্রেস পায় ২০টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের প্রয়োজন ছিল আর মাত্র একটি আসন। মণিপুরে কংগ্রেস বিজয়ী হয় ২৮ আসনে। আর বিজেপির প্রার্থীরা জয় পান ২১ আসনে। অন্যান্য দল পায় ১১টি আসন। মনিপুরে মাত্র তিনটি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি। এদিকে ভোটের ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। রাহুল বলেন, জনগণের হৃদয় জয় না করা পর্যন্ত কংগ্রেস যুদ্ধ চালিয়ে যাবে। পি চিদাম্বরম বলেন, ভোটের ফলে এটাই প্রতীয়মান হয় যে, নরেন্দ্র মোদিই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। সারাদেশে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এদিকে নির্বাচনে হারার পর পদত্যাগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি গবর্নর রাম নায়েকের কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন। পদত্যাগ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকারও।
×