ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুয়েটে ইয়ুথ সামিট

প্রকাশিত: ০৪:৫১, ১২ মার্চ ২০১৭

কুয়েটে ইয়ুথ সামিট

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ছাত্রদের উদ্দেশ করে বলেন, জীবনে সফল হতে হলে সকল বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। নৈতিকতা এবং লক্ষ্য ঠিক থাকলে সফলতা অর্জন করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তা বানচালের জন্য অপতৎপরতা চালিয়েছিল। তিনি শনিবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যারিয়ার ফর ইয়ুথ বিষয়ক ‘ইয়ুথ সামিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথায় বলেন। ‘এইম হাই থিঙ্ক হাই’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ক্যারিয়ার ফর ডেভেলপিং ম্যানেজমেন্ট এক্সিলেন্সের (সিডিএমই) আয়োজনে কুয়েট, এ্যাসুরেন্স ডেভেলপমেন্ট, গাজী মেডিক্যাল কলেজ হসপিটাল, এনসিসি ব্যাংক, ইউনিক গ্রুপ, বোরাক, কেআইএফ ফ্যাবল এবং রোটারী ক্লাবের সহযোগিতায় কুয়েট অডিটরিয়ামে অনুষ্ঠিত ইয়ুথ সামিট অনুষ্ঠানে গেস্ট স্পীকার হিসেবে বক্তৃতা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পিএসসির সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, বিটিভির সাবেক ডিজি ম. হামিদ, এ্যাসুরেন্স-মানি গ্রুপের চেয়ারম্যান গিয়াস উদ্দীন খান এবং রোটারিয়ান এফএম আলমগীর।
×