ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৪:৪৯, ১২ মার্চ ২০১৭

বগুড়ায় রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ শনিবার বগুড়া রেলওয়ে স্টেশন ও সংলগ্ন প্রায় অর্ধকিলোমিটর এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে নির্মাণ করা স্থায়ী ও অস্থায়ী প্রায় অর্ধশত দোকানঘরসহ নির্মাণাধীন বাড়ি ভাঙ্গা হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারসহ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের উর্ধতন কমকর্তার উপস্থিতিতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী এই উচ্ছেদ অভিযান চালায়। সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় স্টেশনের বিপরীত পাশের সেউজগাড়ি পালপাড়া এলাকায়। তবে অভিযানে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদের বাইরে থেকে যায় বলে অভিযোগ রয়েছে। বগুড়ায় রেললাইনের দু’পাশে ও স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় প্রতিনিয়িত অবৈধ দখলদারের দোকানঘর নির্মাণসহ দখলের হিড়িক চলে আসছে দীর্ঘদিন ধরে। মাঝে মাঝে রেলওয়ে উচ্ছেদ অভিযান চালালেও দু’একদিন পরে আগের অবস্থায় ফিরে যায়।
×