ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নেয়া উচিত ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৯, ১২ মার্চ ২০১৭

বাংলাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নেয়া উচিত ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আমরা দানবের সমাজ নই, মানবের সমাজ। আগে মনে করা হতো, মাদ্রাসা ছাত্ররা জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত কিন্তু ইংলিশ মিডিয়ামের ৫ ছাত্র গুলশান হামলায় জড়িত থেকে ২০ জনকে হত্যা করে। এরা মানুষ নয়, এরা মুসলিম নয়, এরা কোন ধর্মের নয়, এরা দানব। আর আমরা দানবের সমাজ চাই না, মানব সমাজ চাই। শ্রীনগর পাইলট স্কুল এ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অভিভাবকদের উচিত বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বন্ধন দৃঢ় করতে হবে। নোট বইয়ের নিচে চাপা পড়ে ব্যাহত শিক্ষার মূল উদ্দেশ্য। বর্তমানে শুধু স্কুলে যাওয়া -আসা হোম ওয়ার্ক করা, টেলিভিশনের মাধ্যমেই সীমাবদ্ধ শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা। এ সময় অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সুকুমার রঞ্জন ঘোষ, সম্মানিত অতিথি ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সচিব আকতারী মমতাজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রাক্তন ছাত্র ও ইসলামী ব্যাংকের পরিচালক জয়নাল আবেদীন, প্রাক্তন ছাত্র সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন প্রমুখ। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুরু হয়। দ্বিতীয় পর্বে বিকেলে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠনটিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়। অনেকেই পুরনো স্মৃতিতে ফিরে যান পড়েন নস্টালজিয়ায়। ৫০ বছরের প্রাচীন এই শিক্ষালয়টিতে বৃষ্টি সত্ত্বেও এদিন ব্যাপক উপস্থিতি ছিল।
×