ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লা সিটি নির্বাচন

প্রকাশিত: ০৪:৪৯, ১২ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ মার্চ ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। কিন্তু আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। তাই নির্বাচনী বিধিমালা প্রতিপালনের জন্য উভয় প্রার্থীকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল শনিবার বিকেলে পৃথক ওই ৩টি চিঠি তাদের বরাবরে প্রেরণ করেন। জানা যায়, কুসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। কিন্তু মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় দোয়া ও কুশল বিনিময়ের নামে গণসংযোগ করছেন। তাদের এ ধরনের গণসংযোগের খবর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ছাড়াও প্রার্থী ও তাদের কর্মীসমর্থকদের ফেসবুকে প্রচারিত হচ্ছে। অপরদিকে শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এ খবর স্থানীয় পত্রিকা ছাড়াও ফেসবুকে প্রচারিত হয়। এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল জানান, সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে প্রার্থীদের এ ধরনের জনসংযোগ করার কোন বিধান নেই। অস্ত্রসহ আটক ২ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১১ মার্চ ॥ দৌলতপুরে অস্ত্রসহ মিজানুর রহমান মজনু ও জিয়া নামে দুজন আটক হয়েছে। এদের মধ্যে একজন সন্ত্রাসী আর অপরজন অস্ত্র ও মাদক বিক্রেতা। শনিবার দুপুরে রিফায়েতপুর ও মুন্সীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি শাটারগান। পুলিশ মাদক ও অস্ত্র ব্যবসায়ী জিয়াকে একটি শাটারগানসহ আটক করে।
×