ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়কে গৃহবধূসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:৪৮, ১২ মার্চ ২০১৭

সড়কে গৃহবধূসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ ফরিদপুরে পিকনিকের বাস খাদে পড়ে বাসযাত্রী, মাগুরায় কাঁচামাল ব্যবসায়ী, কিশোরগঞ্জে অটোরিক্সা যাত্রী, মুন্সীগঞ্জে অটোরিক্সা চালক ও বাঘায় গৃহবধূ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ফরিদপুর ॥ চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কুয়াকাটা থেকে কুষ্টিয়াগামী পিকনিকের বাস খাদে পড়ে একজন নিহত ২৭ জন আহত হয়েছে। শুক্রবার রাত পৌনে তিনটার দিকে ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের নূরুমিয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের যাত্রী মফিজুর রহমান (৪৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নসি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বাসযাত্রীরা জানায়, তারা কুষ্টিয়ার জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়া থেকে পিকনিক করতে কুয়াকাটা গিয়েছিলেন। ফেরার পথে বাসটি ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা এলাকায় বাইপাসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে। চালক ঘুমিয়ে পড়ায় তিনি বাসের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। মাগুরা ॥ সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। অপর ১ জন আহত হয়েছে শুক্রবার গভীর রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের হুলিনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৫২) নামে কাঁচামাল ব্যবসায়ী নিহত ও আব্দুস সালাম নামে অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। নিহত ও আহত দুই জনের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। আহত আব্দুস সালামকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আব্দুল হান্নান ও আব্দুস সালাম রাজবাড়ির নাড়ুয়া বাজার থেকে রসুন কিনে ট্রাকে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিলেন। রাত ১২ টার দিকে মাগুরা সদর উপজেলার কুছন্দি ইউপির হুলিনগর গ্রামে তাদের রসুন বোঝাই ট্রাকটিকে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা মারে। এ সময় দুই ব্যবসায়ী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল হানাœনকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ ॥ গাইটাল এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে সুলতানা খাতুন (৫৫) নামের যাত্রী নিহত হয়েছেন। তিনি গাইটাল জনতা স্কুল এলাকার মৃত ইউসুফ খন্দকারের স্ত্রী। পুলিশ জানায়, শনিবার দুপুরে সুলতনা সিএনজি চালিত অটোরিকশায় কিশোরগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। গাইটাল জনতা স্কুল সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তীব্র বৃষ্টিতে অটোরিক্সা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আকমদ আলী(৩৫) নামের সিএনজি চালক নিহত হয়। অটোরিক্সা ও সিএনজি আটক করে ঘটনাস্থলে রাখা হয়েছে। রাজশাহী ॥ বাঘায় সড়ক দুর্ঘটনায় লুৎফা বেগম নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আড়ানী-দিঘা সড়কের পিয়াদাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাশের চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী লুৎফা বেগমকে মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি বাঘার ধন্দগ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আড়ানী-দিঘা সড়কের পিয়াদাপাড়া গ্রামে ট্রলির ধাক্কায় তারা দু’জনে গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজন তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নেয়ার চেষ্টা করলে পথে লুৎফা বেগম মারা যান।
×