ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৭, ১২ মার্চ ২০১৭

টুকরো খবর

মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তরুণ লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে বিশারীঘাটা গ্রামে আনোয়ার মাতব্বরের বসতবাড়ি ও দোকানে এ হামলার ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে সাতজন আহত হয়েছে। শনিবার এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয়রা জানান, রাতে আনোয়ার মাতুব্বরের বাড়িতে হামলার খবর ছড়িয়ে গেলে এলাকার শত শত লোক এসে হামলাকারীদের গণপিটুনি দিয়ে বিশারীঘাটা বাজারের ফাঁকা ঘরে আটক করে রাখে। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস, এসআই নজরুল ইসলামসহ পুলিশের পৃথক দুটি দল ওই হামলাকারীদের আটক করে থানায় নিয়ে আসে। মোবাইল ফোন কথিত ঘটনায় এই হামলা হয় বলে জানা গেছে। হামলায় আনোয়ার মাতব্বর, তার স্ত্রী পারুল বেগম, হেলাল মাতব্বর, বেল্লাল মাতব্বর, শ্যামলী বেগম, হাফিজুল খান, প্রতিবন্ধী যুবক রাজু ও রিয়াজ আহত হয়েছে। এদের মধ্যে পারুল বেগম ও রিয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার মাতব্বরের ছেলে হেলাল মাতব্বর রাতেই থানায় অভিযোগ করেন। পৌর তরুণ লীগের সভাপতি মিরাজ ফকির এ মামলার প্রধান আসামি। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল লুটপাট ও তছনছ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫৫ কি.মি. যানজট নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১১ মার্চ ॥ তীব্র যানজটের কারণে শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে এ যানজট হয় বলে জানা গেছে। জানা গেছে, শুক্রবার সন্ধার পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। সাতটার পর বৃষ্টি হয়। এতে যানবাহনের গতি কমে যায়। একপর্যায়ে মহাসড়কে যানবাহনের গতি কমে সৃষ্ট যানজট গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে। সকাল ১০টায় মহাসড়কে গিয়ে মির্জাপুরের কুর্নি থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা যায়। সাভারে জুয়েলারি দোকান লুট নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ মার্চ ॥ জুয়েলারি দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে সাভারের চাঁপাইন এলাকায় ‘চাঁপাইন জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই দোকানে পহেলা মার্চ একই এলাকার সেলিম নামের যুবক স্বর্ণের আংটি বানাতে দেয়। আংটিটি বানিয়ে দিতে দেরি হওয়ায় এদিন সকালে সেলিম ও তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। তারা দোকানের গ্লাস ভাংচুর করে এবং দোকান মালিক জুম্মন ভূঁইয়া, কর্মচারী শহিদুল ও আবুল বাশারকে পিটিয়ে জখম করে। এরপর দোকানের সিন্দুকের তালা ভেঙ্গে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ৫ ভরির স্বর্ণালঙ্কার ও ৪০ ভরির রূপার গহনাসহ অনুমান ১৫ লাখ টাকার মাল লুটে নিয়ে যায়। যাওয়ার সময় তারা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। শিক্ষার্থীদের মেধা পুরস্কার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ প্রতি বছরের মতো এবারও মেধা বিকাশের লক্ষ্যে আমতলী মডেল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘নূরজাহান মেধা পুরস্কার’ প্রদান করা হয়। শনিবার আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি নার্সারি থেকে অস্টম শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৫০ শিক্ষার্থীকে এ মেধা পুরস্কার তুলে দেন। স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- স্কুলের পরিচালক মীর মহরম আলী, সিনিয়র শিক্ষক শ্রীচরণ ম-ল, অবসরপ্রাপ্ত শিক্ষক নইম উদ্দিন সরকার, থানা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার, যুবলীগ নেতা শাহাবুদ্দীন শিবলী, শিক্ষক দুলাল চন্দ্র অধিকারী, মাসুম আহমেদ, আবদুর রহিম প্রমুখ। প্রধান অতিথি নিভৃত পল্লীর এ স্কুলের সংগ্রহশালাসহ অন্যান্য কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, স্কুলটি অন্যান্য স্কুলের জন্য অনুকরণীয় হতে পারে। হামলাকারীদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি। শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে বলা হয়, ৯ মার্চ রাতে টাউন হল প্রাঙ্গণে জালাল মেলায় দুর্বৃত্তদের ইটের আঘাতে মারাত্মক আহত হয়ে জাহাঙ্গীর এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আফাজ উদ্দিন সরকার প্রমুখ। চেয়ারম্যান হাসানুল ইসলাম, সাইফুদ্দিন আহমদ বকুল, শওকত আলী ভুদু, সাজাহান সরকার সাজু প্রমুখ। চট্টগ্রামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বন্দর থানা কলসিদীঘির পাড় এলাকায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। নিহত বাবুল (৪০) ওই এলাকার আবদুর রশীদের পুত্র। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বন্দর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কলসিদীঘির পাড় ভে-াপাড়া এলাকায় এক স্টেশনারি দোকানে চুরি হয়। স্থানীয়রা বাবুলকে সন্দেহ করে। প্রথমে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। অস্বীকার করলে তারা বাবুলকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। পুলিশ শুক্রবার রাতেই বাবুলের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল মর্গে নিয়ে যায়। শিশু বিয়ে ও যৌন হয়রানি রোধে ক্যাম্পেন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘কন্যা শিশুদের শতভাগ স্কুল উপস্থিতি শিশু বিয়ে ও যৌন হয়রানি রোধ করতে পারে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডোমার উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা হতে এ ক্যাম্পন চলে বিদ্যালয় দুটির ক্যাম্পাসে। স্কুলপর্যায়ে এলএসবিই ইয়াং ক্যাম্পেন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আয়োজনে এ ক্যাম্পেনে বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা একটি করে স্টল স্থাপন করেছিল। এ সময় উপস্থিত থেকে বিষয় ভিত্তিকের ওপর আলোকপাত করেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক আনোয়ারুল আউয়াল খান, প্রধান প্রশিক্ষক খ ম রশিদুল ইসলাম, গবেষক ইউসুফ রহমান, আবু হোসেন কায়েস, জেলা শিক্ষা অফিসার সফিউল ইসলাম, ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকরিনা বেগম প্রমুখ। প্রতিবন্ধীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১১ মার্চ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৪ এপ্রিল প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর উদ্বোধন করলেও দীর্ঘদিনেও তার কার্যক্রম চালু হয়নি। প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতরের কার্যক্রম চালুর দাবিতে শনিবার বিকেলে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শতাধিক প্রতিবন্ধী। উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী নাগরিক পরিষদ নেটওয়ার্ক যৌথভাবে এই কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উত্তরণ সংস্থার সভাপতি আশরাফুল বিশ্বাস, প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিচালক রফিক জামান, সদস্য ইফতেখার মাহমুদ, এডওয়ার্ড কলেজ প্রতিবন্ধী উন্নয়ন শাখার সভাপতি জাহিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। ড্রেনে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ঢাকনা সরে ড্রেনের ভেতর পড়ে শনিবার মাদ্রাসার এক ছাত্রী মারা গেছে। তার নাম সুমিয়া আক্তার (১৪)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরদুখিয়া গ্রামের কুয়েত প্রবাসী আবুল হোসেনের মেয়ে এবং গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকার তা’মীরুল মিল্লাত মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় বাড়ি নির্মাণ করে আবুল হোসেনের পরিবার বাস করে। কুয়েত প্রবাসী আবুল হোসেন গত বুধবার বাংলাদেশে আসেন। শনিবার সকালে আবুল হোসেনের মেয়ে সুমিয়া আক্তার পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। পথে ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ড্রেনের মুখে থাকা ঢাকনার (স্লাব) ওপর দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এর পাশে ড্রেনের ঢাকনা ছিল না। এ সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ড্রেনের মুখ থেকে ঢাকনাটি সরে যায়। এতে সুমিয়া ওই ড্রেনের ভেতর পড়ে যায় এবং পানির ¯্রােতে মহাসড়কের নিচ দিয়ে প্রায় একশ’ ফুট দূরে গিয়ে আটকে যায়। ফাঁদ পেতে মেছো বাঘের বাচ্চা আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ মার্চ ॥ সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে ফাঁদ পেতে একটি মেছোবাঘের বাচ্চা আটক করা হয়েছে। শুক্রবার রাতে ওই গ্রামের হাঁসের খামারি আহাদ খান কৌশলে মেছোবাঘের বাচ্চাটি আটক করেন। ভদ্রপাড়া গ্রামের আহাদ খান জানান, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি খামারের জন্য ৫শ’ হাঁস কিনেন। কেনার ১০ দিন পর থেকে প্রতিদিন রাতে তার খামার থেকে হাঁসের সংখ্যা কমতে থাকে। এভাবে এ পর্যন্ত তার ১শ’ ৩টি হাঁস নিখোঁজ হয়। খামারে হয়ত প্রতিদিন শিয়াল হানা দেয়। এর প্রতিকার হিসেবে তিনি প্রথমে খামারের চারদিকে জালের বেড়া দেন। কিন্তু কোন কোন লাভ হয়নি। পরে গত বুধবার তিনি জেলা শহর থেকে ফাঁদসহ একটি লোহার খাঁচা বানিয়ে নেন। ওই ফাঁদেই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মেছো বাঘের বাচ্চাটি আটকা পড়ে। লোকজন বাঘের বাচ্চাটিকে মেরে ফেলতে চাইলেও আহাদ তাতে বাধা দেন।
×