ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোনটি সঠিক মাইলফলক

প্রকাশিত: ০৪:৪৬, ১২ মার্চ ২০১৭

কোনটি সঠিক মাইলফলক

মাকসুদ আহমদ, দোহাজারি ঘুরে এসে ॥ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইলফলকে ভুল থাকার কারণে বিভ্রান্তিতে পড়ছে পর্যটকরা। সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বহীনতার কারণে এ ধরনের সমস্যায় পড়ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরিবহন চালক ও যাত্রীরা। অভিযোগ রয়েছে, এই তিন কিলোমিটার জায়গায় যে দুর্ঘটনা ঘটে তা প্রমাণ করতে অনেক সমস্যায় পড়তে হয় পুলিশকে। কারণ মাইলফলকের ত্রুটির কারণে সংশ্লিষ্ট এলাকায় কোন ধরনের অঘটন ঘটলে তা পুলিশী রিপোর্টেও ভুল লিখতে হয়। এছাড়াও কোন অঘটনের কারণে আত্মীয়স্বজনকে খবর দিতে হলেও দেখা যায় দুই কিলোমিটারের ব্যবধানে সবাই অপেক্ষমাণ রয়েছে। টেনশনের কারণে অনেক সময় তথ্যটি মিথ্যা মনে করে এড়িয়ে যেতে বাধ্য হয় আত্মীয়স্বজনকে। এদিকে পটিয়া-কালুরঘাট ক্রসিংয়ের পর থেকে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটারের মধ্যে আর কোন মাইলফলক নেই। এমনকি পটিয়া শহর পার হলেও দোহাজারি পর্যন্ত দুয়েকটি স্থানে মাইলফলক রয়েছে। প্রশ্ন উঠেছে, সড়ক ও জনপথ বিভাগের এ ধরনের দায়িত্বহীনতা পর্যটকদের দূরত্ব নিশ্চিত করতে সমস্যায় ফেলছে। এসব মাইলফলকের ত্রুটি দূর করে সঠিক মাইলফলক স্থাপন অথবা ভুল মাইলফলক তুলে নেয়া প্রয়োজন। এদিকে গত সপ্তাহে কে বা কারা পটিয়া ১১ কিলোমিটারের দ্বিতীয় মাইলফলকটি থেকে একটি ১ মুছে দিয়েছে। কিন্তু সংশোধন হয়নি কক্সবাজারের দূরত্ব।
×