ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেবাচিমে বিক্ষোভ ॥ ছিনতাইকারীকে গণধোলাই

প্রকাশিত: ০৪:৪৫, ১২ মার্চ ২০১৭

শেবাচিমে বিক্ষোভ ॥ ছিনতাইকারীকে গণধোলাই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইন্টার্ন চিকিৎসকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর শুক্রবার রাত এগারোটায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও ইন্টার্নদের নিরাপত্তার দাবিতে জরুরী বিভাগ বন্ধ করে বিক্ষোভ করেছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে জরুরী বিভাগ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে সেতু নামের ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের দায়িত্ব পালন শেষে হেঁটে ইন্টার্ন ডক্টরস হোস্টেলের দিকে যাচ্ছিলেন। ডোমঘর অতিক্রমকালে ছিনতাইকারীরা সেতুর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল সেখানে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। সেন্টমার্টিন থেকে ফিরেছেন পাঁচ শ’ পর্যটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনে আটকা পড়া কিছু কিছু পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরে এসেছেন। শনিবার সকালে স্পীডবোট ও কাঠের ট্রলার নিয়ে অন্তত ৫শ’ পর্যটক ফিরেছেন বলে তথ্য মিলেছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শুক্রবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া সহস্রাধিক পর্যটক আটকে পড়ে। সেন্টমার্টিন দ্বীপ থেকে পাওয়া তথ্যে জানা যায়, শনিবার সকাল থেকে ৮টি স্পীডবোট ও ১০টি ট্রলারে করে প্রায় পাঁচ শ’ পর্যটক টেকনাফে পৌঁছেছেন। নারী-শিশুসহ দ্বীপে আরও পাঁচ শতাধিক পর্যটক থাকতে পারে।
×