ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঁওতাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৫, ১২ মার্চ ২০১৭

সাঁওতাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ মার্চ ॥ গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্মের ইক্ষু খামারে সাঁওতাল হত্যা, সাঁওতাল গ্রামে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জ থানা মোড় এলাকায় শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ও বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে সহস্রাধিক আদিবাসীর একটি বর্ণাঢ্য মিছিল গোবিন্দগঞ্জ বন্দর এলাকা প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ সিপিবির জেলা সভাপতি মিহির ঘোষ, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, আদিবাসী নেত্রী রিনা মার্ডি, অলিভিয়া হেমব্রম, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রবীর চক্রবর্তী, প্রতিভা সরকার ববি, তাজুল ইসলাম, হরিশংকর সাহা, বার্নাবাস টুডু প্রমুখ।
×