ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের আসছে নিষিদ্ধ কালটার

প্রকাশিত: ০৪:৪৪, ১২ মার্চ ২০১৭

ফের আসছে নিষিদ্ধ কালটার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বেশি ফলন আর গুটি ধরে রাখতে আবারও নিষিদ্ধ ক্ষতিকর ভারতীয় কালটার আসা শুরু হয়েছে। চাঁপাই সদর, শিবগঞ্জ, ভোলাহাট মিলে গোমস্তপুর অঞ্চলে ২৪ হাজার হেক্টর জমিতে ২২ লাখ আম গাছ রয়েছে। এর মধ্যে শুধু শিবগঞ্জ এলাকায় ১৪ হাজার হেক্টর আম বাগান রয়েছে। তাই শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত জুড়ে ব্যাপক হারে প্রতি রাতে ক্ষতিকর ভারতীয় ‘কালটার’ বিষ ঢুকছে বাংলাদেশে। নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি সম্প্রসারণের এক কর্মকর্তা জানান, প্রতি ২৪ ঘণ্টায় ৩০ লাখ টাকার কালটার ঢুকছে। সাম্প্রতিককালে শিয়ালমারী সীমান্ত থেকে বিজিবি এক ১ লিটারের কালটার ৩৫ বোতল, আধা লিটারের ৫৩ বোতাল, ১০০ গ্রামের দানাদার ২৪৯ বোতল এবং পাউডার ফর্মে পাঁচ শ’ গ্রামের ১১১ প্যাকেট জব্দ করে। যার বাজারমূল্য ২২ লাখ ৩২ হাজার টাকা। বিজিবি জানায়, বড় বড় চটের বস্তায় পুরে চোরাকারবারিরা নিয়ে আসছিল। চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। আম চাষীদের ও ফলকর কেনা ব্যবসায়ীদের চাহিদার মুখে বহুজাতিক কোম্পানি (সিনজেনটা) ভারতে এই বিষ বা কালটার তৈরি করে। বাংলাদেশ এখনও এখানে কালটার তৈরির অনুমতি না দেয়ার কারণে চোরাকারবারিদের মাধ্যমে এই বিষ বা কালটার বাংলাদেশে প্রবেশ করছে। কালটার ব্যবহারে আম গাছে গুটি ধরে রাখাসহ প্রচুর পরিমাণে উৎপাদিত আম মৌসুম পর্যন্ত রক্ষণাবেক্ষণ করে রাখার কারনে উৎসাহিত হয়ে পড়েছে আম বাগানে কালটার ব্যবহারে। এর ক্ষতিকার দিকও রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ, উদ্যান গবেষণা কেন্দ্র, আঞ্চলিক উদ্যানতত্ত্ব বিভাগ ও রাজশাহীর ফল গবেষণাগারের মতে গত পাঁচ বছরে কালটার ব্যবহার করায় পাঁচ হাজার আম গাছ শুকিয়ে মারা গেছে। কালটার ব্যবহারে প্রথমে ডালপালা বা ডগা মরা শুরু হয়। আস্তে আস্তে তা বিভিন্ন কা-ে ছড়িয়ে পড়ে জড় বা শিকড় পর্যন্ত আক্রান্ত হয়ে গাছ মারা যায়। এসবের কারণে আম গবেষকসহ উদ্যানতত্ত্ববিদরা নড়েচড়ে বসে। তারা এই ক্ষতিকর ভারতীয় কালটার বিষ প্রয়োগ একেবারে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারীসহ ‘সিনজেন্টাকে’ কালটার উৎপাদনের অনুমতি না দিয়ে মৌসুম জুড়ে এর ক্ষতিকারক দিক নিয়ে আম চাষীদের মধ্যে সেমিনার, সিম্পোজিয়াম ও মাঠ দিবস পালন করে আসছে। তারপরেও মধ্যসত্ত্বভোগী হিসেবে পরিচিত যারা ২/৩ বছরের জন্য আম বাগানের ফলকর কিনছে তারা বেশি উৎপাদনের লোভে নিষিদ্ধ বিষ কালটার ব্যবহারের দিকে ঝুঁকে পড়ায় চোরাকারবাুরিরা উৎসাহিত হচ্ছে।
×