ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে উচ্ছেদ আতঙ্ক

প্রকাশিত: ০৪:৪৩, ১২ মার্চ ২০১৭

ময়মনসিংহে উচ্ছেদ আতঙ্ক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বিভাগীয় শহরের প্রস্তাবিত নক্সার পরিবর্তে ‘বিকল্প’ প্রস্তাবে নতুন শহর গড়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বসতভিটা রক্ষা কমিটি। সংবাদ সম্মেলনে চরাঞ্চলবাসীর পক্ষে ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক ও নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বসতভিটা রক্ষা কমিটির ‘বিকল্প’ প্রস্তাব অনুযায়ী চার ইউনিয়নে সমহারে জমি অধিগ্রহণ করার দাবি পুনর্ব্যক্ত করা হয়। ময়মনসিংহের চরাঞ্চলে বসতভিটা রক্ষা কমিটি গত পাঁচ মাস ধরে চলমান আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ হোসেন বাচ্চু। ‘প্রস্তাবিত’ এবং ‘বিকল্প’ নক্সা অনুযায়ী শহর গড়ার বিভিন্ন দিক উপস্থাপন করেন চরসিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, সিপিবির জেলা সভাপতি কমরেড এ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহিলা পরিষদের জেলা সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, চরদুর্গাপুর গ্রামের মাওলানা ফজলুল হক, কোনাপাড়া গ্রামের নাদিম মোস্তফা, চরগোবিন্দপুর গ্রামের গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা ডাঃ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনায় প্রথমে ব্রহ্মপুত্র নদের তীরঘেঁষে এক হাজার ২২০ একর জমিতে নতুন শহর গড়ার নক্সা প্রণয়ন করা হয়। পরবর্তীতে ওই নক্সা বাতিল করে চার হাজার ৩৬৬ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই চরাঞ্চলের মানুষ উচ্ছেদের আশঙ্কায় বসতভিটা রক্ষার দাবিতে গত পাঁচ মাস ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ লাগাতার কর্মসূচী পালন করছে।
×