ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমআইবিতে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ০৪:০৫, ১২ মার্চ ২০১৭

এমআইবিতে  প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান মালিকদের সংগঠন মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। এটি একটি বাণিজ্যিক ও সঙ্গীত সংশ্লিষ্টদের প্রাণের সংগঠন। জানা গেছে বর্তমান কমিটি নির্বাচন নিয়ে কালক্ষেপণ করায় শেষ পর্যন্ত এমআইবিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। গত ৭ মার্চ এক নোটিসের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিলকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। নোটিসে উল্লেখ করা হয় নিয়োগকৃত প্রশাসক আগামী ১২০ দিনের মাঝে নির্বাচন পরিচালনা করে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা (পরিচালক ) আব্দুল মান্নান স্বাক্ষরিত এক নোটিসের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। জানা যায় গত ২০১৬ সালের ৫ ডিসেম্বর এমআইবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচনের তাগিদ দিলেও নির্বাচন দেয়নি কমিটি। অবশেষে চলতি বছরের ৫ জানুয়ারি তারিখ পর্যন্ত বর্তমান কমিটির সময় বাড়ানো হয়। কিন্তু এর মধ্যেও নির্বাচন দিতে পারেননি দায়িত্বে থাকা কমিটি। সময় বৃদ্ধির মেয়াদও শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় দফায় দফায় চিঠি দিলেও নির্বাচনের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বাণিজ্য মন্ত্রণালয় এক নোটিস জারির মাধ্যমে প্রশাসক নিয়োগের বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে এমআইবির কমিটি নির্বাচন পেছানোর জন্য ছয় মাসের সময় চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল বলে জানিয়েছিল তারা। তবে নির্বাচনের জন্য শেষমেষ প্রশাসকই নিয়োগ দেয়া হলো। এর ফলে দ্রুত নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব র হাতে এমআইবির যাত্রা গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
×