ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুমির এ্যালবাম ‘অচেনা কবিতা’

প্রকাশিত: ০৪:০৪, ১২ মার্চ ২০১৭

সুমির এ্যালবাম ‘অচেনা কবিতা’

স্টাফ রিপোর্টার ॥ ছোটবেলা থেকে গানের ভুবনে চলাফেরা করেন শিল্পী সুমি আক্তার। ছায়ানটে সঙ্গীতে তালিম নিয়েছেন। ওস্তাদ হুমায়ুন রেজা, নীলিমা দাস, কৃষ্ণকান্ত আচার্য, সৈয়দ আবদুল হাদীর মতো সঙ্গীতজ্ঞের কাছে শিখেছেন দীর্ঘদিন। এখনও থেমে থাকেনি সঙ্গীতাঙ্গনে তার পথচলা। এখন তালিম নিচ্ছেন কৃতিরঞ্জন রায়ের কাছে। সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে তার দ্বিতীয় একক ইপি এ্যালবাম ‘অচেনা কবিতা’। এ্যালবামের গানগুলোর শিরোনাম হলোÑ ‘রোদেলা চিঠি’, ‘এখানে চাঁদ ওঠে’ ও ‘অচেনা কবিতা’। এ্যালবামের শিরোনাম ‘অচেনা কবিতা’ গানের কথা লিখেছেন এ মিজান, সূর ও সঙ্গীত করেছেন ইবরার টিপু। ‘এখানে চাঁদ ওঠে’ গানটি লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, সুরও সঙ্গীত ফুয়াদ নাসের বাবু। রবিউল ইসলাম জীবনের রচনায় ‘রোদেলা চিঠি’ গানটির সুর ও সঙ্গীত করেছেন জে কে। এরই মধ্যে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘রোদেলা চিঠি’ ও ‘অচেনা কবিতা’ গান দুটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিও দুটি পরিচালনা করেছেন নাজমুস শাহাদাত নাজিম ও সৌমিত্র ঘোষ ইমন। শিল্পী সুমি আক্তার জানান, এ্যালবামটি জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক ও ঈগল মিউজিকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও শোনা যাবে। তিনি আরও জানান, দীর্ঘদিন গান করলেও এ্যালবাম প্রকাশের বিষয়ে আগে উদ্যোগ নেইনি। দেশে ও বিদেশের মঞ্চে গান নিয়েই ব্যস্ত রয়েছি। মঞ্চে গান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কেননা এতে সরাসরি শ্রোতার প্রতিক্রিয়া জানা যায়। এরপরও অনেক যতেœ এ্যালবামটি করেছি। গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।
×