ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেঙ্গল থিয়েটারের নাট্যকর্মশালা

প্রকাশিত: ০৪:০৪, ১২ মার্চ ২০১৭

বেঙ্গল থিয়েটারের নাট্যকর্মশালা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের মঞ্চনাট্য অঙ্গনে অন্যতম নবীন দল বেঙ্গল থিয়েটার। এক ঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত দলটি ইতোমধ্যে মঞ্চে এনেছে হরিশংকর জলদাসের উপন্যাস ও রুমা মোদকের নাট্যরূপে ‘জলপুত্র’ ও মূকনাট্য ‘সময়-৭১’। দুটি প্রযোজনাই নির্দেশনায় দিয়েছেন হাসান রেজাউল। দলের কর্মকা-কে আরও গতিশীল করতে নাট্যকর্মশালার মাধ্যমে সদস্য সংগ্রহ করছে। এরই ধারাবাহিকতায় আবারও নাট্য কর্মশালার আয়োজন করেছে দলটি। দল সূত্রে জানা গেছে আগামী ১৭, ১৮ এবং ১৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে ৩ দিনব্যাপী নাট্যকর্মশালার আয়োজন করেছে দলটি। এ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বরেণ্য নাট্যজন এসএম মহসিন, মীর বরকত, মাসুম রেজা, স্থাতা শাহরিন, রেজা আরিফ, সুদীপ চক্রবর্তী ও বাকার বকুল। কর্মশালায় মেডিটেশন, কোরিওগ্রাফী, উচ্চারণ, তাৎক্ষণিক অভিনয় ও ডিজাইন বিষয়ে ধারণা দেয়া হবে। আগ্রহীরা ন্যূনতম ফির মাধ্যমে কর্মশালায় অংশ নিতে পারবেন। কর্মশালার ফরম পাওয়া যাচ্ছে-চিলেকোঠা-বাংলাদেশ শিল্পকলা একাডেমি, থিয়েটার কর্ণার-বেইলী রোড ও টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১৬ মার্চ রাত ৯টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন সবাই। বিস্তারিত জানতে-০১৭৩১৬৪৫৪৭৬, ০১৯৭১২৩৬৪২৫ নম্বরে যোগাযোগত করা যাবে। কর্মশালা প্রসঙ্গে দলটির প্রধান সম্পাদক শ্যামারনি বলেন, আমরা প্রত্যেকটি কর্মশালায় থিয়েটারের বিষয়গুলো নবীন আগত নাট্যকর্মীদের নিয়ে আয়োজন করার চেষ্টা করে থাকি। আধুনিক থিয়েটার কি এবং কেন ব্যক্তি জীবনে থিয়েটার প্রযোজ্য তা বোঝানোর চেষ্টা করি। এ কর্মশালার সমন্বয়ক হিসেবে আছেন-রাসেল আরেফিন ও রবিন দত্ত। কর্মশালা পরিচালক হাসান রেজাউল। কর্মশালায় অংশগ্রহণের জন্য আগ্রহী সবাইকে আমন্ত্রণ।
×