ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হুগো বসের জুতায় মেড ইন বাংলাদেশ

প্রকাশিত: ০৪:০২, ১২ মার্চ ২০১৭

হুগো বসের জুতায় মেড ইন বাংলাদেশ

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হুগো বসের জুতায় ‘মেড ইন বাংলাদেশ’ দেখে আনন্দে আত্মহারা হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেই আনন্দকে তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার দেয়া একটি পোস্ট ইতোমধ্যে ফেসবুকে আলোড়ন তুলেছে। ‘বাংলাদেশ পৃথিবীর ২য় বৃহত্তম পোশাক তৈরি এবং রফতানিকারক দেশ, এটা পুরনো খবর। জাহাজ রফতানি করে, এটাও পুরনো খবর। যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানি করে, এটাও পুরনো খবর। কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম আজকে, আনন্দে ঘুম হারাম হয়ে গেল। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হুগো বসের দোকানে বিক্রি হচ্ছে মেড ইন বাংলাদেশ জুতা। তাও আবার কোন নিয়মিত পণ্য বা টাইপ না। লিমিটেড এডিশনের অগত মার্সিডিজ বেঞ্জ রেঞ্জের জুতা! আমি এখন স্বপ্ন দেখি চারঘাটের বড়াল পাড়ের কালুহাটির পাদুকা পল্লীর সফলতাকে পুঁজি করে আরও বড় কিছু করার। -অর্থনৈতিক রিপোর্টার গাড়ি বিক্রি বাড়াতে টাটা-ভক্সওয়াগন চুক্তি ভারতে বিক্রি বাড়াতে ও গাড়ি তৈরি প্রযুক্তির আদান-প্রদানের লক্ষ্যে টাটা মোটরসের সঙ্গে চুক্তি করেছে জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগন। বিবিসির খবরে বলা হয়েছে শুক্রবার অটোমাবাইল দুনিয়ার এই দুই মহারথীর মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তি অনুসারে জার্মান সংস্থা ইড্যাগ নির্মিত টাটার এএমপি স্যাসি প্রযুক্তি ব্যবহার করবে ভক্সওয়াগন। অন্যদিকে জার্মান ভক্সওয়াগন বৈদ্যুতিক স্থাপত্য ব্যবস্থা কাজে লাগাবে টাটা, যা তার নিজস্ব ব্যবস্থায় তুলনায় অনেক সস্তা। এছাড়া ভারতের বাজারে ভক্সওয়াগন বিক্রি বাড়াতেও দুই কোম্পানি এক সঙ্গে কাজ করবে। প্রতিবেদনে বলা হয়, গত এক বছর ধরেই নিজেদের অত্যাধুনিক মড্যুলার প্ল্যাটফর্ম (এএমপি) প্রযুক্তি নিয়ে ভক্সওয়াগনের সঙ্গে কথা চলছিল টাটার। টাটার সিইও গুন্টার বুটসচেক জানিয়েছেন, গত বুধবার টাটা ও ভক্সওয়াগনের মধ্যে সমঝোতা সই করাও হয়ে গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×