ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ পরিমাপে জরিপ কাজ শুরু

প্রকাশিত: ০৪:০১, ১২ মার্চ ২০১৭

বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ পরিমাপে জরিপ কাজ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাগরে কোন্ মাছ কী পরিমাণে আহরণ করা যাবে কিংবা পুরানো গ্রাউন্ডে কত মাছ আছে, সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। তাছাড়া সাগরে মাছের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে কি না, জানা নেই সে প্রশ্নের জবাবও। কারণ বঙ্গোপসাগরে মৎস্যসম্পদ নিয়ে জরিপ হচ্ছিল না প্রায় তিন যুগ ধরে। সম্প্রতি একটি জাহাজ দিয়ে এ কাজ শুরু হলেও প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে। অযুত সম্ভাবনার দুয়ার বঙ্গোপসাগর। যেখানে নানা সম্পদের পাশাপাশি আছে মাছের খনি। তবে সাগরে কী পরিমাণ মৎস্য সম্পদ আছে, ১৯৭৬-৭৭ সালের পর তার কোন পূর্ণাঙ্গ জরিপ। ফলে মজুদ, নতুন প্রজাতির উপস্থিতি কিংবা বিলুপ্তি-কোনটি সম্পর্কেই নেই সঠিক তথ্য। তাই, নৌযানগুলো তাদের ক্ষমতা অনুযায়ী মাছ ধরছে। তাতে কখনও মিলছে কম-বেশি। কখনও একেক প্রজাতির। প্রায় প্রতিটি সরকার নতুন নতুন ট্রলারের লাইসেন্স দিয়েছে। প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের ফলে আটক হওয়া ট্রলারও যুক্ত হয়েছে বহরে। ফলে এখন মাছ আহরণে নিয়োজিত প্রায় ২শ’ কাঠ আর ইষ্পাত নির্মিত ট্রলার। আর অনিয়ন্ত্রিত থাকায় যান্ত্রিক-অযান্ত্রিক নৌকার সঠিক হিসাব নেই কারো কাছেই। অনেক জটিলতার সম্প্রতি সাগরে নেমেছে মালয়েশিয়া থেকে আনা সরকারী জরিপ জাহাজ মীন সন্ধানী। তবে প্রথম দুটি পরীক্ষামূলক সফর সফলভাবে শেষ হলেও মূল সফরে গিয়ে হোঁচট খায় জাহাজটি। বিকল হয় ইঞ্জিন, ছিঁড়ে যায় জাল। অবশ্য, মীন সন্ধানীর মাধ্যমে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। তবে এ সংক্রান্ত প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলে ২-৩ বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান গবেষক। এই গবেষণা প্রতিবেদনের আলোকে যুগপযোগী একটি নীতি প্রণয়ন করার কথা সরকারের। খুলনায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে সেভেন রিংস সিমেন্ট ১৬তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় মেসার্স চামেলী ট্রেডার্স মাসব্যাপী এই বাণিজ্যমেলার আয়োজন করেছে। শুক্রবার সন্ধ্যায় ফুলের মালা কেটে এই মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক। এ সময় মেলার আয়োজক প্রতিষ্ঠান মেসার্স চামেলী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মোঃ রাসেল, খুলনা চেম্বারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে অনলাইন ভ্যাট সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচী স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডস্ট্রি মিলনায়তনে শনিবার দিনব্যাপী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ ও অনলাইন ভ্যাট সম্পর্কে করদাতা সচেতনতা সৃজন ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআইর আয়োজনে এবং দিনাজপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের সার্বিক সহযোগিতায় কর্মসূচীর উদ্বোধন করেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার মোঃ আহ্সানুল হক। বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, যুগ্ম-কমিশনার একেএম নুরুল হুদা আজাদ, সহকারী কশিনার মৌসুমী সরকার, সহকারী কমিশনার মোঃ তাহের-উল-আলম চৌধুরী, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
×