ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ বার জাতীয় রফতানি ট্রফি অর্জন

বছরে ৪শ’ কোটি টাকার চামড়াজাত দ্রব্য রফতানি করছে এসএএফ

প্রকাশিত: ০৪:০১, ১২ মার্চ ২০১৭

বছরে ৪শ’ কোটি টাকার চামড়াজাত দ্রব্য রফতানি করছে এসএএফ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দেশের চামড়া খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় অবস্থিত এসএএফ। ৩২ বছর ধরে প্রতিষ্ঠানটি ফিনিশিং চামড়া রফতানি করছে। এ পর্যন্ত তিনবার জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে দু’বার রয়েছে স্বর্ণ ও একবার রৌপ্য ট্রফি। বর্তমানে বছরে ৪শ’ কোটি টাকার চামড়াজাত দ্রব্য রফতানি করছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানটি। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটিশ আমলে এলিউড স্প্রেড নামে এক ব্যবসায়ী ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করেন এসএএফ। পরবর্তীতে ১৯৭৯ সালে রুগ্ন অবস্থায় ক্রয় করেন শিল্পপতি সেখ আকিজ উদ্দিন। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি চালু করেন তিনি। ১৯৮৫ সালে প্রথম চামড়াজাত দ্রব্য রফতানি করে এসএএফ। এর পর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। বর্তমানে দেশের অন্যতম চামড়াজাত দ্রব্য রফতানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তারা। এসএএফের জেনারেল ম্যানেজার মোঃ আবুল ইসলাম জানান, একশ’ বিঘা জমির ওপর এসএএফ কারখানা গঠিত। এখানে রয়েছে ৫টি ইউনিট। প্রতিটি ইউনিটে আছে ইতালির আধুনিক মেশিন। ফিনিশিং চামড়ার সব প্রক্রিয়া করা হয় মেশিনে। যে কারণে কোন দুর্গন্ধ নেই এখানে। বর্তমানে এসএএফ কারখানায় এক হাজার শ্রমিক কর্মচারী কাজ করছেন। যার মধ্যে নারী শ্রমিক রয়েছে ৫০ ভাগ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছে সেখ আকিজ উদ্দিনের ছেলে সেখ মোমিন উদ্দিন। তিনি ১৯৮৪ সালে ইংল্যান্ড থেকে লেদার টেকনোলজির ওপর উচ্চতর ডিগ্রী অর্জনের পর থেকে এসএএফের হাল ধরে রেখেছেন। এসএএফে ৩০ বছর ধরে শ্রমিকের কাজ করছেন আনোয়ার হোসেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এমনকি চিকিৎসা খরচও তারা পান। একই কথা জানালেন নারী শ্রমিক পারভিন আক্তার ও নাসিমা বেগম। তারা বলেন, এসএএফে কাজ করে তারা জীবন সংসার চালান। নিজের এমনকি পরিবারের কেউ অসুস্থ হলে প্রতিষ্ঠান থেকে চিকিৎসা খরচ বহন করা হয়। এসএএফের ব্যবস্থাপনা পরিচালক সেখ মোমিন উদ্দিন জানান, বছরে ৪শ’ কোটি টাকার ফিনিশিং চামড়াজাত দ্রব্য ইতালি, ইউরোপ, চীনসহ বিভিন্ন দেশে রফতানি করেন। ইউনিলিভারের কমিউনিটি হেলথ ক্যাম্প উদ্বোধন শুক্রবার ১১ বারের মতো ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ইউনিলিভার কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস ২০১৭’ চররাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহরা, চান্দগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে। এটি একটি ইউনিলিভার প্রভাত কমিউনিটির উদ্যোগ। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ইউনিলিভার হেলথ কেয়ার সার্ভিস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান ও ইউনিলিভার বাংলাদেশের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার রুহুল কুদ্দুস খান। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম। -বিজ্ঞপ্তি
×