ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স

আমাদের উদ্দেশ্য উদ্যোক্তা সৃষ্টি করা ॥ গবর্নর

প্রকাশিত: ০৪:০০, ১২ মার্চ ২০১৭

আমাদের উদ্দেশ্য উদ্যোক্তা সৃষ্টি করা ॥ গবর্নর

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংকে গুরুত্ব দিয়ে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, যার অন্যতম হলো স্কুল ব্যাংকিং। এ কার্যক্রমের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি হবে এবং সে উদ্যোক্তারা হবে শিল্প উদ্যোক্তা। তারা বড় হয়ে দেশের সুনাগরিক হবে এবং যে কোন অবস্থান থেকে তারা তাদের অবদান রাখবে। আমাদের উদ্দেশ্য হলো উদ্যোক্তা সৃষ্টি করা। শনিবার সকাল ১১টায় গোপালগঞ্জ সুইমিংপুল এ্যান্ড জিমনেশিয়াম অডিটরিয়ামে আয়োজিত স্কুল ব্যাংকিং কন্্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উচ্চ-মধ্যম আয়ের দেশে পৌঁছার লক্ষ্যে ২০১৪ সালে আমরা নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। গ্রামাঞ্চলে শাখা খোলার জন্য আমরা সকল বাণিজ্যিক ব্যাংককে উৎসাহিত করছি। কৃষি ও সেচ খাতে আমরা সহজশর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করেছি। প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা বাড়ানোর জন্য আমরা মোবাইল ব্যাংকিং চালু করেছি। ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমেও আমাদের শিক্ষার্থীরা নানামুখী সুবিধা ভোগ করবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ’র আয়োজনে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কন্্ফারেন্সে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান জোদ্দার, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহম্মদ মোখলেসুর রহমান সরকার ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান। দুদিন সময় বাড়ল পাটপণ্য মেলার স্টাফ রিপোর্টার ॥ পাটপণ্যের প্রতি মানুষের বিশেষ আগ্রহের কারণে বহুমুখী পাটপণ্য মেলার সময় বাড়ানো হয়েছে আরও দুইদিন। তিনব্যাপী এই মেলা শনিবার শেষ হওয়ার কথা থাকলেও মেলা শেষ হচ্ছে আগামী সোমবার। ফলে চলমান পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে মেলার শেষদিন সোমবারই। শনিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ সেøাগানে দেশে এবারই প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় পাট দিবস-২০১৭’। দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ৯ মার্চ থেকে শুরু বহুমুখী পাটপণ্য মেলা। এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাটের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মেলায় তিনি পরে আসেন পাটের তৈরি জামদানি শাড়ি। ১৩৫ রকমের পাট পণ্য নিয়ে সাজানো এই মেলা নগরবাসীর দৃষ্টি কাড়ে। শুক্রবার মেলায় ছিল উপচেপড়া ভিড়। শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করেও মানুষের ঢল নামে। সোমবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
×