ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডরিনকে শেয়ার বরাদ্দ করেছে নর্দার্ন পাওয়ার

প্রকাশিত: ০৩:৫৭, ১২ মার্চ ২০১৭

ডরিনকে শেয়ার বরাদ্দ করেছে নর্দার্ন পাওয়ার

জ্বালানি ও বিদ্যুত খাতের ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমসকে (ডিপিজিএসএল) শেয়ার বরাদ্দ করেছে সহযোগী প্রতিষ্ঠান ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড (ডিএনপিজিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, সহযোগী কোম্পানি ডরিন পাওয়ারকে ৫৮ লাখ ৫৪ হাজার ২০০টি শেয়ার দিয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা। আর শেয়ার বরাদ্দের পর ডরিন পাওয়ারের শেয়ার ধারণক্ষমতা ৯৮.৫২ শতাংশ থেকে বেড়ে ৯৯.৪০ শতাংশ হয়েছে। এদিকে, গত ৭ মার্চ বাংলাদেশ সিকউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এ শেয়ার বরাদ্দ করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার লাফার্জ সুরমার লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশের ঘোষণা দেয়। সবমিলে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল। কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ২১ পয়সা। এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগামী ১৫ জুন, ২০১৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার
×