ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে ১.৫২ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৬, ১২ মার্চ ২০১৭

পুঁজিবাজারে সূচক বেড়েছে ১.৫২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৮৪.৮৭ পয়েন্ট বা ১.৫২ শতাংশ। তবে লেনদেন সামান্য বেড়েছে। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল দশমিক ২৩ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে ৫ হাজার ৩৭০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৩৫৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ১২ কোটি ২৬ লাখ টাকা বা দশমিক ২৩ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ৪৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ১২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ১১ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ বা ৮৪ দশমিক ৮৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ বা ২৮ দশমিক ৬০ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৬২ শতাংশ বা ৮ দশমিক ১৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টি কোম্পানির। আর দর কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৪২ শতাংশ। এই কোম্পানিটির ৩ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৪২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৩ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ার দর দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৭৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৭৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, বিডি থাই এ্যালুমিনিয়াম, কেয়া কসমেটিকস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সিটি ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় উঠে এসেছে আর্থিক খাতের ৬ কোম্পানি। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৭৮ শতাংশ। আলোচিত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬৮ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর বেড়েছে ১৮.১৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৫৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সের দর বেড়েছে ১৪.৪৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৬ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টে ১৪.০৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানিতে ৯.৩৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সে ১২.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ১১.৮৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরন্সে ১৫.৭১ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ১৫.৪৮ শতাংশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসে ১১.৫৭ শতাংশ দর বেড়েছে।
×