ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৫, ১২ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

মঙ্গল গ্রহে আলু! মঙ্গলে আলু উৎপাদন? বিষয়টি বিজ্ঞানীরা আলু উৎপাদনে নতুন দিগন্তের সন্ধান পেয়েছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা পেরুতে এ বিষয়ে পরীক্ষা করে সফল হয়েছেন। আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি) জানায়, চলতি সপ্তাহে লিমায় মঙ্গল গ্রহের বায়ুম-লের অনুকরণে আলু উৎপাদনের এক পরীক্ষা চালানোর পর প্রাথমিক ফলাফল ইতিবাচক বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। রুক্ষ পরিবেশের উপযোগী করে বিশেষভাবে তৈরি কাঠামোতে আলু উৎপাদিত হয়েছে। ফেব্রুয়ারির ১৪ তারিখ থেকে মার্চের ৫ তারিখ পর্যন্ত পরীক্ষাটি চালানো হয়। পূর্বে নাসায় কাজ করা পেরুর এ্যাস্ট্রোবায়োলজিস্ট ভালডিভিয়া-সিলভা জানান, ‘মঙ্গলের পরিবেশের অনুকরণে শস্য উৎপাদন বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে এক নতুন মাইলফলক।’ তিনি আরও জানান, ‘কিউবসেটে উৎপাদনের মতো শস্য যদি চরম পরিস্থিাতি সহ্য করতে পারে তাহলে মঙ্গলে তাদের জন্মানোর প্রবল সম্ভাবনা রয়েছে। কোন প্রকার আলু ভাল জন্মে তার জন্য কয়েক ধাপে পরীক্ষা চালানো হবে।’ এই পরীক্ষার সফলতা জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব ও রুক্ষ পরিবেশেও খাদ্য উৎপাদনে একটা আশার সঞ্চার করেছে। - এএফপি
×