ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছত্তিশগড়ে ১১ রিজার্ভ পুলিশ নিহত

প্রকাশিত: ০৩:৫৪, ১২ মার্চ ২০১৭

ছত্তিশগড়ে ১১ রিজার্ভ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা এলাকায় শনিবার মাওবাদী বিদ্রোহীদের হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১১ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। খবর এনডিটিভির। স্থানীয় সময় সকাল নয়টার দিকে এই হামলা চালানো হয়। সুকমার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলেছেন, ভেজ্জি ও কুট্টাচেরু এলাকার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে একটি উন্মুক্ত অনুষ্ঠানে মাওবাদীরা নির্বিচারে গুলি ছোড়ে। এতে সিআরপিএফের ১১ জন নিহত ও তিনজন সদস্য আহত হন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সরাসরি যোগাযোগ রয়েছে। সুকমা এলাকায় হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হবে। সেখানে উদ্ধারকাজ চালাতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে হামলাকারীরা অস্ত্র ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে রেডিওগুলোও সরিয়ে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে নতুন ২ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। শুক্রবার দেশটির শ্রম দফতর এ কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হচ্ছে। যদিও তার নির্বাচনী অঙ্গীকারের অনেকগুলোই এখনও পূরণ হয়নি। খবর এএফপি’র। নির্বাচনী প্রচারণাকালে তার অন্যতম অঙ্গীকার ছিল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানো। এর আগে জানুয়ারি মাসেও নতুন ২ লাখ ৩৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। কারখানা, স্বাস্থ্যসেবা খাত, খনি ও নির্মাণ খাতে নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে।
×