ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবিক সঙ্কটের মুখে বিশ্ব ॥ আর্থিক সহায়তা প্রয়োজন জাতিসংঘের

প্রকাশিত: ০৩:৫৩, ১২ মার্চ ২০১৭

মানবিক সঙ্কটের মুখে বিশ্ব ॥ আর্থিক সহায়তা প্রয়োজন জাতিসংঘের

বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সঙ্কটের মুখে রয়েছে জাতিসংঘ মনে করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর বিশ্বসংস্থাটি ভবিষ্যত নিয়ে এমন সতর্কবাণী আর কখনও উচ্চারণ করেনি। কারণ চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি। খবর ইয়াহু নিউজের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রিয়েন শুক্রবার নিরাপত্তা পরিষদে বলেছেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া আর নাইজিরিয়ার অন্তত দুই কোটি মানুষ দারিদ্র্য ও খাদ্যাভাবের মধ্যে পড়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর এ যাবত কখনও এত মানুষ এমন সঙ্কটের মুখোমুখি হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যদি এখনই সমন্বিত পদক্ষেপ নেয়া না হয়, তবে এসব দেশে বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন। কারণ দেশটির দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী বা ১ কোটি ৯০ লাখ লোক এখন সঙ্কটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে। ইয়েমেনের পাঁচ লাখের ওপর শিশু চরম অপুষ্টির শিকার। সুদান, নাইজিরিয়া ও সোমালিয়ায় বছরের পর বছর ধরে চলা গোষ্ঠী সংঘাতে দেশগুলো অর্থনীতি যেমন ভেঙ্গে পড়েছে তেমনি দেশগুলোর সমাজ কাঠামোও গড়ে উঠতে পারেনি। এসব দেশে যে গভীর মানবিক সঙ্কটের তৈরি হয়েছে, তা সামলানোর মতো রসদ জাতিসংঘের কাছে নেই। তিনি বলেন, দারিদ্র্য ও অনাহারের কারণে এসব দেশের শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। জীবনযাত্রার মান ও ভবিষ্যত নিয়ে আশাবাদী সবই হারাতে বসেছে এসব দেশের মানুষ। বেঁচে থাকার তাগিদে অনেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে পাড়ি জমাচ্ছে দূর-দূরান্তরে। এর ফলে যে শূন্যতা তৈরি হচ্ছে তা আঞ্চলিক অস্থিতিশীলতার জন্ম দিচ্ছে। জাতিসংঘের নতুন মহাসচিব অন্তেনিও গুতেরেস গত মাসেও ঠিক একই ধরণের একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি তখন জানিয়েছিলেন বিভিন্ন দেশের প্রতিশ্রুতি সত্ত্বেও জাতিসংঘ চলতি বছর এ মাত্র ৯০ কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পেরেছে। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণেও ওব্রিয়েন এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
×