ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য অপসারণ

অনুমতি না পাওয়ায় ঢাকায় কর্মসূচী পালন করতে পারেনি হেফাজত

প্রকাশিত: ০৮:৫৮, ১১ মার্চ ২০১৭

অনুমতি না পাওয়ায় ঢাকায় কর্মসূচী পালন করতে পারেনি হেফাজত

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের দাবিতে হেফাজতে ইসলামীকে রাজধানীতে কর্মসূচী পালন করতে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ পুরো বায়তুল মোকাররমের সামনে অবস্থান নেয়। জুমার নামাজের সময় হেফাজতের কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। তাদের সেখানে দাঁড়াতে দেয়নি। এর আগে ধর্মভিত্তিক সংগঠনটি শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল। এদিকে হেফাজতের সংগঠনের নেতারা অভিযোগ করেন, বায়তুল মোকাররমের সামনে থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ জানায়, পূর্বানুমতি না থাকায় সমাবেশ করতে দেয়া হয়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের সমাবেশ করার কোন পূর্বানুমতি ছিল না। তারপরও তারা সমাবেশ করার জন্য জড়ো হচ্ছিল। এ সময় তাদের নেতার সঙ্গে কথা বলতে চাইলে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে যার নেতৃত্বে তারা ওখানে জড়ো হচ্ছিল, তিনিও কথা না বলে পালিয়ে যান। এ সময় একজনকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত কয়েক সপ্তাহে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। শুক্রবারও বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল ধর্মভিত্তিক সংগঠনটি। তবে তার আগেই এই এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ।
×