ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি অধ্যাপক রিয়াজুলের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৮:৫৪, ১১ মার্চ ২০১৭

ঢাবি অধ্যাপক রিয়াজুলের  সাময়িক বহিষ্কারাদেশ  প্রত্যাহারের দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ক্লাসে অশ্লীল চিত্র প্রদর্শনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হকের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনকারীদের অভিযোগ বিভাগের ‘জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট’ নামে কোর্সটির সঙ্গে প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও সান্ধ্যকালীন কোর্সে অধ্যয়নরত কতিপয় অনিয়মিত শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষক রিয়াজুল হকের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আইনে ব্যবস্থা নেয়ার দাবি করেন।
×