ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীঘ্রই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াফত করা হবে ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০৮:৩২, ১১ মার্চ ২০১৭

শীঘ্রই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াফত করা হবে ॥ মোজাম্মেল

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ মার্চ ॥ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খুব শীঘ্রই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াফত করা হবে এবং জামায়াতকে নিষিদ্ধ করা হবে। শুক্রবার সন্ধ্যায় সাভারের রেডিওকলোনি এলাকায় ‘মেয়র কাপ টি-২০ ক্রিকেট’ টুর্র্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, জাতিকে ফাঁকি দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ বা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, বিএনপি ঠিক সে সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সাভার ক্রিকেট একাডেমির আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ সালের ২৬ ডিসেম্বর শুরু হয়েছিল। খেলায় সাভারের বিভিন্ন এলাকার ৩২টি দল অংশগ্রহণ করে। এদিন সাভার ওয়ারিয়র্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাভার ক্রিকেট একাডেমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ।
×