ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নের প্রশংসায় ৩৭ কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৯, ১১ মার্চ ২০১৭

দেশের উন্নয়নের প্রশংসায় ৩৭ কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ কমনওয়েলথভুক্ত ৩৭টি দেশের বাণিজ্যমন্ত্রীগণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে যাওয়ার কারণে দেশটিতে বিনিয়োগ বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবতে শুরু করেছেন। শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ ট্রেড মিনিস্টার্স সম্মেলনে তারা এসব কথা বলেন। ওই সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। এক সময়ের কৃষিনির্ভর বাংলাদেশে জিডিপিতে কৃষির অবদান ছিল ৭৮ ভাগ, এখন তা ১৫ দশমিক ৫ ভাগ, শিল্পে ২৮ দশমিক ১ ভাগ এবং সার্ভিস সেক্টরে ৫৬ দশমিক ৩ ভাগ। দেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল, আজ দেশে প্রায় ১৬ কোটি মানুষ খাদ্যের কোন অভাব নেই। দেশের চাহিদা পূরণ করে বাংলাদেশ এখন চাল বিদেশে রফতানি করছে। দেশের রফতানি ৩৪৮ ডলার থেকে বেড়ে হয়েছে ৩৪ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। আগামী বছর রফতানির পরিমাণ দাঁড়াবে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে হবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। এবারের সম্মেলনে ৬টি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিষয়গুলো হচ্ছেÑ ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইজি অফ ডুয়িং বিজনেস, টেকনোলজি এ্যান্ড ইনোভেশন, বিজনেস এ্যান্ড সাসটেইনেবিলিটি, ক্রিয়েটিং এন এক্সপোর্ট ইকোনমি এবং এ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট। সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৩৭টি দেশের বাণিজ্যমন্ত্রী যোগদান করেন।
×