ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইন্ডোজ দশ আপডেট নিয়ে বিতর্ক

প্রকাশিত: ০৬:২৩, ১১ মার্চ ২০১৭

উইন্ডোজ দশ আপডেট নিয়ে বিতর্ক

এক প্রতিবেদনে বিবিসি জানায়, অনেক দিন ধরেই উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের অভিযোগ ছিল কিছু কিছু আপডেট নেয়ার পর বাধ্যতামূলকভাবে কম্পিউটার পুনরায় চালু করতে হয় যা বেশ বিরক্তিকর। তা ছাড়াও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করার সময়ও রিবুটের ঘটনা ঘটে। মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি এক ব্লগে জানায়, এখন থেকে যেসব ব্যবহারকারী মাইক্রোসফটের উইন্ডোজ ১০ ব্যবহার করছেন তারা নিরাপত্তা আপডেট কখন নেবেন, নোটিফিকেশন পাওয়ার তিন দিনের মধ্যে তা নিজে থেকেই নির্ধারণ করে দিতে পারবেন। এ ছাড়াও পরবর্তীতে এই নির্ধারিত সময় পুনরায় পরিবর্তনও করা যাবে। এ্যাপল গ্রাহকরা ইতোমধ্যেই এই সুবিধা ভোগ করছেন। তারা ম্যাক অপারেটিং সিস্টেমের আপডেট পিছিয়ে দিতে পারেন বা রাতের বেলা তা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার জন্য নির্বাচন করতে পারেন যার মধ্যে অপরিহার্য রিবুটও অন্তর্ভুক্ত। উইন্ডোজের এই পরিবর্তন ‘ক্রিয়েটরস আপডেট’ নামের এক প্রকল্পের অংশ, যা জোরপূর্বক রিবুট বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রহণ করা হয়েছে, জানিয়েছেন মাইক্রোসফটের একজন প্রোগ্রাম ব্যবস্থাপনা পরিচালক জন কেবল। সূত্র ॥ বিসিসি
×