ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুকে আসছে টিভি অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:২৩, ১১ মার্চ ২০১৭

ফেসবুকে আসছে টিভি অনুষ্ঠান

এখন প্রশ্ন হচ্ছে ফেসবুকের এই অনুষ্ঠানগুলো কেমন হবে? ফেইসবুক সাপ্তাহিক অনুষ্ঠানের দিকেই বেশি জোর দিচ্ছে, যেখানে ‘প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৩০ মিনিট করে’, জার্নালের বরাতে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার। এসব অনুষ্ঠান খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান, গেমিংয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে হবে। এক সূত্রের বরাতে সাইটটি জানায়, এ সব অনুষ্ঠানের জন্য ফেসবুক ‘প্রিমিয়াম ডিজিটাল রেট’ প্রদান করবে। অর্থাৎ প্রতিটি পর্বের জন্য একদম নিম্ন থেকে শুরু করে ছয় অঙ্ক পর্যন্ত অর্থ প্রদান করা হবে। তবে এই মূল্য কোন গতানুগতিক টিভি চ্যানেল বা নেটফ্লিক্সের চেয়ে অনেক কম। চলতি বছর ফেব্রুয়ারিতে ফেসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড উইনার এক বিবৃতিতে বলেন, ‘আমরা এখানে থাকা বাস্তুতন্ত্রেই মনোযোগ দিচ্ছি।’ ফেসবুক বিভিন্ন অনুষ্ঠান লাইসেন্স করবে, যা এই বাস্তুতন্ত্রে বীজ বপনের মতো বলেও মত দেন তিনি। ফেব্রুয়ারিতে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ফেসবুক ভিডিওর ভবিষ্যত নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। এক বিবৃতিতে তিনি জানান, ছোট আকৃতির ভিডিও আর কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনী আয় ভাগ করে নেয়ার দিকেই তার প্রতিষ্ঠানের নজর বেশি থাকবে। ছোট আকৃতির ভিডিওর দিকে মনোযোগ দেয়ার এ বিষয়টি ফেসবুক ভিডিওকে নেটফ্লিক্স, এইচবিও বা অন্যান্য কেবল টিভি থেকে একটি আলাদা বৈশিষ্ট্য প্রদান করবে। জাকারবার্গ আরও জানান, তিনি আশা করেন এমন ‘প্রিমিয়াম’ ভিডিও প্রদর্শনীর অনেক বড় একটি ভবিষ্যত আছে। তার এই বক্তব্য থেকে বোঝা যায়Ñ তিনি টিভি বিজ্ঞাপনের জন্য যে প্রচুর অর্থ ব্যয় করা হয় তার দিকেই দৃষ্টিপাত করছেন। এ ক্ষেত্রে ইউটিউবের সুযোগ অনেক বেশি। আর তারা এ নিয়ে চেষ্টাও চালাচ্ছে। তারা যে কোন আকৃতির অনুষ্ঠান প্রচার করতে পারে। যে কোন বিজ্ঞাপন থেকে শুরু করে কোন প্রিমিয়াম অনুষ্ঠানও কিনে তারা প্রদর্শন করতে পারে। সাইটটিতে আরও বলা হয়, টিভি বিজ্ঞাপনের বাজেট খুব ধীরেই এই ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করছে। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব, স্ন্যাপের মতো প্রতিষ্ঠানগুলো এ প্রক্রিয়া ত্বরান্বিত করে বিশ্বব্যাপী ২০ হাজার ডলারের এ বাজার শীঘ্রই ধরতে যাচ্ছে। আইটি ডটকম ডেস্ক
×