ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে মোবাইল ব্যাংকিং নিয়ে নতুন ভাবনা শুরু

প্রকাশিত: ০৬:২১, ১১ মার্চ ২০১৭

ভারতে মোবাইল ব্যাংকিং নিয়ে নতুন ভাবনা শুরু

দেশটির ইলেক্ট্রনিকস ও আইটি মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মোবাইল লেনদেন চালু করতে ব্যাংকগুলোকে মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে।’ ‘এক হিসাব মতে, বর্তমানে মাত্র ৬৫ শতাংশ সঞ্চয়ী হিসাব মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত আর ৫০ শতাংশ আধার নম্বরের সঙ্গে যুক্ত। মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ৬৫ শতাংশের মধ্যে মাত্র ২০ শতাংশে মোবাইল ব্যাংকিং চালু রয়েছে।’ আধার হচ্ছে ১২ ডিজিটের একটি ইউনিক-আইডেনটিটি নম্বর, যা সব ভারতীয় অধিবাসীর তাদের বায়োমেট্রিক ও জনতাত্ত্বিক ডেটার ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে মোবাইল ব্যাংক এ্যাকাউন্ট আর আধারভিত্তিক ব্যাংকিং চালুর প্রক্রিয়া ‘সম্পূর্ণ নিজেদের ইচ্ছামতো’ করা যাবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। দেশটির আইটি সচিব আর না সুন্দারাজান সাংবাদিকদের কাছে ডিজিটাল লেনদেনে সবাইকে উৎসাহিত করতে সরকারের প্রচারণা তুলে ধরেন বলে জানিয়েছে আইএএনএস। তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে- আগে মোবাইল ব্যাংকিং এত প্রাধান্য দেয়া বিষয় ছিল না। আর এর ফলে, অনেক গ্রাহকই হয়ত বলেননি যে তারা মোবাইল ব্যাংকিং সেবা চান।’ সেই সঙ্গে লেনদেন সেবাদাতা এ্যাপ ইউপিআই ও বিএইচএম ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবেই মোবাইল ব্যাংকিং সুবিধা পাওয়া উচিত বলেও মত দেন তিনি। আইটি ডটকম ডেস্ক
×