ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোস্টভে ধাক্কা ম্যানইউর

প্রকাশিত: ০৬:১৯, ১১ মার্চ ২০১৭

রোস্টভে ধাক্কা  ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ইংলিশ পরাশক্তিরা উয়েফা ইউরোপা লীগ ফুটবলে জয়বঞ্চিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রাশিয়ান ক্লাব রোস্টভের সঙ্গে ১-১ গোলে ড্র করে অতিথি ম্যানইউ। এর ফলে কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে কিছুটা হলেও শঙ্কা থাকল জোশে মরিনহোর দলের। অবশ্য দ্বিতীয় লেগের ম্যাচ নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে খেলবে রেড ডেভিলসরা। ম্যাচটি হবে আগামী ১৬ মার্চ। রোস্টভের মাঠ স্টেডিয়ন অলিম্পোতে প্রথমে গোল করে অতিথি ম্যানইউ। ৩৫ মিনিটে গোলটি করে হেনরিক মাখিটারায়ন। এই গোলে অবদান রাখেন জøাতান ইব্রাহিমোভিচ। গোলের জন্য বলের যোগান তিনিই দেন। এরপর লিড দীর্ঘক্ষণ ধরে রাখে ম্যানইউ। তবে তাদের খেলায় আক্রমণাত্মক চিত্রটা ছিল না। সেই সুযোগে গোল আদায় করে নেয় রোস্টভ। বিরতির পর ৫৩ মিনিটে নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে গোল করে স্বাগতিকরা। গোল করেন আলেক্সান্ড্রা বুুখারভ। এতে ম্যাচে ১-১ সমতা আসে। এরপর নিজেদের ঘর সামলে গোলের জন্য গুটি কয়েক আক্রমণ করে দু’দলই। কিন্তু সেটি ভেস্তে যায় স্ট্রাইকারদের ভুল ও ডিফেন্ডারের দক্ষতায়। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র অবস্থাতেই শেষ হয়।
×