ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শারাপোভার বিরোধিতায় কারবার!

প্রকাশিত: ০৬:১৯, ১১ মার্চ ২০১৭

শারাপোভার বিরোধিতায় কারবার!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী এপ্রিলেই কোর্টে ফিরছেন মারিয়া শারাপোভা। নির্বাসন কাটিয়ে রাশিয়ান তারকার প্রথম মিশন স্টুটগার্ট ওপেন। জার্মানির এই ইভেন্ট শেষ হতে না হতেই শুরু হবে মাদ্রিদ এবং ইতালিয়ান ওপেন। সেই দুই টুর্নামেন্টে খেলারও ওয়াইল্ড কার্ড পেয়ে গেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তাতেই শুরু সমালোচনার। এই তালিকায় নতুন নাম এ্যাঞ্জেলিক কারবার। টেনিস কোর্টে এই মুহূর্তে দারুণ সময় কাটানো জার্মান তারকা মাশাকে ওয়াইল্ড কার্ড প্রদানের বিষয়টিকে রীতিমতো ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘আমার কাছে সর্বোপরি বিষয়টাকে অদ্ভুত মনে হচ্ছে। আসলে এ ব্যাপারে কি বলব তা আমি নিজেই জানি না। কারণ অন্যান্য খেলোয়াড়ের জন্য বিষয়টি অদ্ভুতই মনে হবে।’ টুর্নামেন্টটা যেহেতু জার্মানির। তাই এ্যাঞ্জেলিক কারবার ওয়াইল্ড কার্ড প্রদানে জার্মানদের প্রাধান্য দেয়ার কথা জানালেন। গত মৌসুমেই প্রথম কোন গ্র্যান্ডসøাম জিতেন কারবার। অস্ট্রেলিয়ান ওপেনের পর বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলে নেন তিনি। নতুন বছরে অবশ্য এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই টেনিস তারকা। তবে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাচ্ছেন আবার। কেননা ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। এর ফলেই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাবেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। গত জানুয়ারিতে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান সেরেনা। সেইসঙ্গে জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফকে ছাড়িয়ে টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ডও গড়েন তিনি। তবে মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের পর আর কোন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করেননি আমেরিকান টেনিসের এই কৃঞ্চকলি। এদিকে স্টুটগার্ট, মাদ্রিদ এবং ইতালিয়ান ওপেনের ওয়াইল্ড কার্ড পেলেও মারিয়া শারাপোভাকে খেলার অনুমতি দিতে আপত্তি জানিয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। আর এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা। টেনিস র‌্যাঙ্কিংয়ের আট নাম্বারে থাকা সোঙ্গার মতে, ‘এটা অন্যান্য টেনিস খেলোয়াড়কে ভুল বার্তা প্রদান করবে।’ এর আগে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যান্ডি মারেও সমালোচনা করেছেন শারাপোভার। পরে যোগ দেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারও।
×