ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউচার্ডের বিদায়

প্রকাশিত: ০৬:১৮, ১১ মার্চ ২০১৭

বাউচার্ডের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি টুর্নামেন্টে ব্যর্থতার চিত্রনাট্য! প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ইউজেনি বাউচার্ড। তাও অবার অখ্যাত এক খেলোয়াড়ের কাছে হেরে। বৃহস্পতিবার জার্মানির আনিকা বেকের কাছে ৩-৬, ৬-২ এবং ৬-২ সেটে হেরে ইন্ডিয়ান ওয়েলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন বাউচার্ড। তবে ম্যাচ শেষে ভক্তদের এক স্বস্তির খবরও দিয়েছেন এই কানাডিয়ান। জানিয়েছেন এই ম্যাচে সার্ভ করার সময় কোন ধরনের ব্যথা অনুভব করেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই পাঁচ নাম্বার তারকা। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ইউজেনি বাউচার্ড বলেন, ‘আজ আমি ভাল সার্ভ করতে পারিনি কিন্তু যে সার্ভগুলো করেছি সেগুলোতে কোন ধরনের ব্যথা অনুভব করিনি। যা আমার জন্য খুবই ভালো দিক। এমন থাকলে নিশ্চিত শতভাগ উজার করে দিতে পারব। তবে স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।’ এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। যে কারণেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো এ্যাঞ্জেলিক কারবারের। দ্বিতীয়পর্বের ম্যাচে এই কারবারকে পাচ্ছেন তারই স্বদেশী আন্দ্রেয়া পেটকোভিচ। ইন্ডিয়ান ওয়েলসে প্রথম রাউন্ডের ম্যাচে আমেরিকার ভেনিয়া কিংয়ের মুখোমুখি হয়েছিলেন পেটকোভিচ। প্রথম সেটে ৬-০ ব্যবধানে এগিয়ে ছিলেন জার্মান তারকা। কিন্তু দ্বিতীয় সেটেও ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর রিটায়ার্ড নেন ভেনিয়া কিং। এর ফলে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন পেটকোভিচ। তবে আসল পরীক্ষাটা তার দ্বিতীয়পর্বের ম্যাচেই। কিন্তু কারবারের বিপক্ষে ম্যাচের আগে পেটকোভিচ বেশ আশাবাদী। কারণ, গত বছর রিও অলিম্পিকেও যে ডাবলসে খেলেছেন জুটি বেঁধে। এটাই এগিয়ে রাখছে পেটকোভিচকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছর আমরা অলিম্পিকে দ্বৈতে একসঙ্গে খেলেছি। এমনকি ব্রাজিলে একই রুমে ছিলাম আমরা। সেই হিসেবে সে যে কীভাবে শ্বাস গ্রহণ করে তাও আমার জানা। আশা করি তার বিপক্ষে ম্যাচে এই ব্যাপারগুলো কাজে লাগবে।’ ইন্ডিয়ান ওয়েলসে জয় দিয়ে মিশন শুরু করেছেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিস। বৃহস্পতিবার তিনি ৬-৩ এবং ৭-৬ (৭/২) সেটে হারান আমেরিকার এ্যালিসন রিস্ককে। দ্বিতীয়পর্বের ম্যাচে তার বাধা এখন টুর্নামেন্টের চতুর্থ বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ।
×