ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোগীর চাপ হৃদরোগ ইনস্টিটিউটে

প্রকাশিত: ০৬:১৬, ১১ মার্চ ২০১৭

রোগীর চাপ হৃদরোগ ইনস্টিটিউটে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় পর্যায়ে চিকিৎসা দিতে না পারার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে ছোটেন হৃদরোগীরা। রোগীদের প্রাথমিক চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন থেকে শুরু করে সব কিছুর জন্য ভরসা হয়ে ওঠে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু প্রয়োজনের তুলনায় সিটের স্বল্পতা, লোকবলের অভাব আর স্থানীয় পর্যায়ে চিকিৎসায় অব্যবস্থাপনার কারণে হিমশিম খেতে হচ্ছে দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালটিকে। বারান্দাজুড়ে দু’পাশে বেড ফেলে কোন মতে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ওয়ার্ডগুলোতেও মেঝেতে জায়গা খালি পাওয়া যায় না। এমনকি পরীক্ষা-নিরীক্ষা করতে গেলেও আলাদা কক্ষ দেয়া দুষ্কর। জায়গার অভাবে সেটিও চলে সিঁড়ির কাছে বা মেঝেতে। হাসপাতালটিতে শিশুদের কোন আলাদা ওয়ার্ড নেই, নারীদের ওয়ার্ডে ৪৫টি বেডের বিপরীতে আছে প্রায় ২শ’ জন রোগী। পুরুষদের ওয়ার্ডেও রোগীর সংখ্যা সিটের তুলনায় দুই তিনগুণ বেশি। সব মিলে ৪১৪ সিটের হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন গড়ে ১ হাজার রোগী। কিন্তু রোগী বাড়লেও, বাড়েনি হাসপাতালের লোকবল, যন্ত্রপাতি, ওষুধ আর খাবার দাবারসহ সার্বিক সুযোগ-সুবিধা। তাই রোগীদের অভিযোগও প্রচুর।
×