ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে ওয়াসার সংস্কার কাজ

প্রকাশিত: ০৬:১৬, ১১ মার্চ ২০১৭

রাজধানীতে নিরাপত্তা বেষ্টনী ছাড়াই  চলছে ওয়াসার সংস্কার কাজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অধিকাংশ জায়গাতেই অরক্ষিত ও নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে ওয়াসার সংস্কার কাজ। কাজ শেষে ম্যানহোল খোলা রেখে চলে যায় বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে নগরবাসী। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর দায় চাপিয়ে তদন্ত করার কথা জানিয়েছে ঢাকা ওয়াসা। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানালো পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের কালভার্ট এলাকার খোলা ম্যানহোলে পড়ে যান এক বুদ্ধি প্রতিবন্ধী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ঘটনাস্থলের খোলা ম্যানহোলে নিরাপত্তা বেষ্টনী দেয় ঢাকা ওয়াসা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওয়াসা ম্যানহোলটি খোলা রেখেছিল। ফলে প্রতিনিয়তই বিপাকে পড়তে হতো নগরবাসীকে। রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় চলছে ওয়াসা, বিদ্যুত, গ্যাস ও টেলিফোন লাইনের সংস্কার বা খনন কাজ। সব জায়গার চিত্র একই কোথাও দেখা মেলেনি নিরাপত্তা বেষ্টনীর। ওয়াসা এ ঘটনার দায়ভার ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে বলছে, এসব ঘটনায় তদন্ত করা হচ্ছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান একটি টিভি চ্যানেলকে বলেন, ‘ওয়াসা কোন অবস্থাতেই দায় এড়াবে না। এই কাজগুলোর সমস্তটাই করে কোন না কোন কনট্রাকটর। আর এটাকে নিরূপণ করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ আর অভিযোগে পেলে আইনী ব্যবস্থার আশ্বাস পুলিশের। এর আগে ওয়াসার এ রকম খোলা পাইপে পড়ে মারা যান রাজধানীর শাজাহানপুর কলোনির চার বছরের শিশু জিহাদ।
×